যশোরে জামায়াতের ঝাড়ু মিছিল

লিখেছেন লিখেছেন রাতদিন ০৩ মার্চ, ২০১৩, ১০:২৯:৩২ রাত

যশোরে জামায়াতের ঝাড়ু মিছিল

যশোর ব্যুরো

নতুন বার্তা ডটকম

যশোর: হরতালের সমর্থনে যশোরে ঝাড়ু মিছিল হয়েছে। রোববার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে এ মিছিল হয়। এ সময় বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা স্বতস্ফুর্তভাবে তাদের পরিবার পরিজনসহ মিছিল করতে করতে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রাস্তায় নেমে আসে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেয়।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভকারিরা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সমবেত হয়। দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি মাস্টার নূরুন্নবী, শহর শাখার সেক্রেটারি শামসুজ্জামান, জামায়াত নেতা ও পৌর কাউন্সিলর জুলফিকার ইসলাম জুলু, অ্যাডভোকেট আব্দুল লতিফ ও ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম।

জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ঘণ্টার হরতালের প্রথম দিন যশোরে একপ্রকার গুমোট পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক লক্ষ্য করা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া গ্রামগঞ্জের লোকজন শহরে আসেননি। এমনকি শহরের রাস্তায় মানুষজনের চলাচল কমে গেছে। দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের মূল কেন্দ্র গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ১৪দলের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল করেছেন।

এছাড়াও সকালে শহরের কেন্দ্রস্থল সদর হাসপাতাল রোড এবং পুরাতন বাস টার্মিনাল (মণিহার) এলাকাসহ কয়েকটি এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। চৌগাছা, মণিরামপুর এবং কেশবপুরসহ কয়েকটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবিরের মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নতুন বার্তা/জিহ

বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File