কম দামি জিনিস এবং সিলেটি ভাবী।
লিখেছেন লিখেছেন জারা ২১ মার্চ, ২০১৩, ০৫:১৬:০৮ বিকাল
২০১০ সালের ১৬ই এপ্রিল মাসে আমি আমার বেবি, সাসুড়ী ,
এবং কাজের মেয়ে নিয়ে ট্রএনে চরে সিলেটে আসি।
দিন গুলো ভালো ই কাটছিলো, এক সকালে আমার ইমিডিয়েট বড় ভাই আসলো বললো, চল আজ জাফলং যাবো। বললাম
ভাইয়া কিছু খাবার বানিয়ে নিয়ে যাই পথএ খাওয়া যাবে। ভাইয়া বলল দরকার নেই, পথে কিছু কিনে নেবো।
আমার ছোটভাই বাবু, বড়মামার ছেলে ডা: আরাদ, ভাইয়া ,আমার সাসুরি, ছেলে, ছেলের বাবা, কাজের মেয়ে চমপা,এবং আমি সববাই মিলে ভাইয়ার গাড়িতে উঠলাম।
খুব ভালো লেগেছিলো সেদিন । প্রকৃতির ভয়ানক ৈসৗনদর্য্য
দেখতে দেখতে খুব দুরে কোথায় হািরয়ে গেলাম আমি।
আর একদিন বলবো জাফলং এর কথা ।
একবিকেলে আমাদের সিলেটি বাড়িয়ালি আমার বাসায় আসলো বেড়াতে, একথা সেকথার মাঝে হঠাত বলে বসলো,
ভাবি আপনাদের ফাণি্চারগুলো কেমন দাম?দুসটমি করে বললাম ভাবি আমরা তো একজায়গাতে বেসিদিন থাকতে পারিনা ।
একারনে একটু কম দামি জিনিস বানিয়েছি।
আর ফ্রইজএর দাম কত? বললাম ভাবি খুবই কম দাম, সুনে ভাবি আর কিছু বলল না। এক বছর পরে বাসা ছেড়ে দেব, বাড়িওয়ালা এবং বাড়িয়ালি ভাবি আসল বিদায় জানাতে।
তো সেদিন বাড়িয়ালা ভাই ও এক ই প্রসংগ যেই না তুললো আর ভাবি বলা সুরু করলো ,বললো এগুলো তো কম দামি।
আর বাড়িওয়ালা ভাই সাথেসাথে ধমকে উঠলো ভাবিকে- কি যা তা বলছ? ভাবি ও চুপ মেরে গেলো।
বিষয়: বিবিধ
২৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন