আজ হরতাল স্কুলে যাবো না।
লিখেছেন লিখেছেন জারা ২১ মার্চ, ২০১৩, ১২:৫৬:০১ দুপুর
গতকাল স্কুলেই জানালাম আগামিকাল স্কুলে আসা যাবে না, আমার সনতানের স্কুল টিচার বললো কেনো আপু? বললাম জানোনা আগামিকাল আবার হরতাল।টিচার বললো ও আচছা, বাসায় আসার সময় মনে হলো গতকাল রিদিতাদের বাসা চুরি হয়েছে। ওখানে যেতে হবে, ওখানে গিয়ে সুনলাম ভাবির গোলড ও হাজার পাচেক টাকা জনাব চোর মহাসয় নিয়ে পালিয়েছেন।
রাতে টিভির পর্দায় দেখলাম প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা গেয়েছেন। এই মফস্বলে রাত ১১ টায় মাইকিং হলো স্কুল/কলেজ ও অফিস আদালত সবখানে আগামিকাল জাতিয় পতাকা অর্ধ নমিত রাখতে হবে।
হরতাল বাতিল।
তবে সুখ পেলআম এই ভেবে যে স্কুলে যেতে হবে না।
রাতএর মতো ঘুমিয়ে পরলাম।
সকাল ৯টায় বাসার দরজায় তুমুল আওয়াজ হলো লাপটপে সবেমাএ বসেছি কিছুটা বিরকত হয়ে দরজা খুলতেই হকার বললো, আপা আপনের বুয়ার অসুখ করেছএ আজকে তাই আসতে পারবে না। বললাম
ঠিক আছে।
আবার মিনিট দুই পরে আবারো আওয়াজ ,
দরজা খুললাম, কেয়ারটেকার চাচা দারানো ১০৪ ডিগরি জর গায়ে বললো মা তোমার কাজেরবুয়ার অসুখ করেছে তাই আজ আসতে পারছএ না। বুয়া নিচের তলায় বসে আছে।
বললাম িঠক আছে আজ কে বুয়ার আসার দরকার নাই। আমি বাসার কাজে লেগে পরলাম।
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন