লেজ কাটা শেয়ালের গপ্প।
লিখেছেন লিখেছেন জারা ২৯ মে, ২০১৩, ০৯:৪৭:২১ সকাল
এক গভীর জঙ্গলে বাস করতো এক দুষ্টু শেয়াল। সে সর্বদা গ্রামের সকল গেরস্হ বাড়ীর মুরগী চুরি করে খেয়ে ফেলতো। কিন্তু গেরস্হ বাড়ীর লোকজন বুঝতো না যে কে মুরগীগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে। আর শেয়ালটাও ছিলো বেজায় ধূর্ত প্রকৃতির। আর এদিকে গ্রামের সমস্ত মুরগীরা ঐক্য বদ্ধ হলো যে আর যাই হোক না কেন !! শেয়ালটিকে উচিত শিক্ষা দিতে হবে, তো কথা মত সকল মুরগী সমাজ একযোগে কাজ শুরু করে দিলো এবং গ্রামের অন্যান্য মুরগীদের এ তথ্য জানাতে সাহায্য করলো আশেপাশের গাঁ থেকে বেড়াতে আসা মুরগীরা। আর সে সাথে আরও জানানো হলো এ বিষয়ে আলোচনার জন্য আজ বিকেল তিনটায় পদ্মপুকুর পাড়ে এক বিশাল ঐতিহাসিক মুরগী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং যদি সবাই এই জালিম শেয়ালের হাত থেকে নিজেদেরকে বাচাঁতে চাও তাহলে অবশ্যই এই বিশাল মুরগী সভায় অংশগ্রহন করতে হবে।
# কথামত ঠিক বিকেল তিনটার মধ্যেই গ্রামের সমস্ত মুরগী সমাজ উক্ত বিশাল মুরগী সভায় হাজির হলো। সভার প্রধান অতিথি হলেন টকটকে লাল ঝুটিওয়ালা মোরগটি। আর সভাপতি হলো পাশের গ্রামের পেচিঁ মুরগীটি। একে একে সকলেই গলা ফাটিয়ে হৃদয় বিদারক ঐতিহাসিক ভাষন দিতে থাকলো। এবং জমজমাট হলো মুরগী সভা। এবং আলোচনার বিষয়বস্তু অবশ্যই সেই শেয়ালটি। এদিকে কিভাবে ধূর্ত শেয়ালটিকে শায়েস্তা করা যায় সেই বিষয়ে ও পরিকল্পনা করা হলো। একসময়ে ঐতিহাসিক বিশাল মুরগী সভার পরিসমাপ্তি ঘটলো। এবং গ্রামের সকল মোরগ মুরগী একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়ে যার যার বাড়ীর পথ ধরলো। বেশীর ভাগ মুরগীদের সাথে তাদের বাচ্চাকাচ্চা নিয়ে এই একটু পথ চলতে দেরী হচ্ছিলো। এরই মাঝে দুষ্টু শেয়াল এসে হাজির হলো। এবং সুযোগ বুঝে এক অসহায় মুরগীর বাচ্চাকে ধরতেই বাচ্চাটি মা মা বলে চিৎকার করে উঠতেই মুরগীটি তারস্বরে চেচিঁয়ে অন্যান্য মোরগ ও মুরগীদের ডাকলো । এবং মুরগীটির চিৎকারে আশেপাশের গ্রামের সকল মোরগ মুরগীরা এসে হাজির হয়ে একজোট হয়ে শেয়ালটিকে ধাওয়া করলো। শেয়ালটি ভয় পেয়ে কোন উপায় খুঁজে না পেয়ে ঝেড়ে দৌড় লাগালো । দৌড়াতে দৌড়াতে একপর্যায়ে সে গ্রামের এক তাঁতীর বাড়ী এসে পড়লো । এবং তাতীঁ বাড়ীতে কাপড়ে রং মাখানোর বিশাল মাটির হাড়িতে পরে রং মেখে শেয়ালটি প্রায় ভুতের মতো দেখতে হলো। এদিকে মুরগীর দল লাঠিসোঠা নিয়ে এদিকেই এগিয়ে আসছে দেখে শেয়ালটি রংয়ের গামলা থেকে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাতীঁর বাড়ীতে ঝুলিয়ে রাখা কাচিঁতে তার স্বাধের লেজ খানা ঘাচাং করে কেটে গেলো। বেচারা শেয়াল আর কি করবে,মনের দুঃখে জংগলের পথ ধরলো। শেয়াল জংগলে তার পরিবারের নিকট ফিরতেই তার পরিবারের লোকজন তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেলো । তখন শেয়াল অন্য কোন উপায় খুজেঁ না পেয়ে বনের অন্যান্য শেয়ালদের ডেকে বললো শোন লেজ হচ্ছে অত্যন্ত অপ্রয়োজনীয় জিনিস, দ্যাখনা আমি আমার লেজ কেটেঁ ফেলেছি তোমরাও তোমাদের লেজ কেটেঁ ফেলো। কিন্তু শেয়ালের জাত ভাইয়েরা ধূর্তশেয়ালের মতলবখানা বুঝে ফেললো এবং তারা তাকে তাড়িয়ে দিলো। তখন শেয়াল মনে মনে এক ফন্দি আটলো। ফন্দি মতো জংগলের অন্যান্য পশুপ্রানীদের ডেকে বললো, শোন শোন ভাই সকল, দেখোনা কত সুন্দর আমার গায়ের রং আর আমার লেজ নেই কাজেই এখন থেকে আমি এই বনের রাজা। জংগলের সবাই তা চোখ বুঝে মেনেও নিলো। বাঘ, সিংহ, হরিন , জেব্রা,আরও অনেক পশু লেজকাটা শেয়ালের কথায় উঠে আর বসে। তার সিদ্ধান্ত সবাই চোখ বুঝে মেনেও নেয় এই আর কি। তো একদিন হলো কি পাশের জংগলের এক গুচ্ছ শেয়াল হঠাৎ করে হুক্কা হুয়া বলে চিৎকার জুরে দিতেই লেজ কাটা শেয়ালটা ও তার বর্তমান ইমেজকে ভুলে গিয়ে পূর্বস্বভাব সুলভ অনুযায়ী সে ও হুক্কা হুয়া বলে ডেকে উঠলো এবং বনের সব পশুরা বুঝতে পারলো যে এটা একটা শেয়াল। তখন বণের সমস্ত পশুরা গেল প্রচন্ড ক্ষেপে। তাই তারাও একজোট হয়ে শেয়ালটিকে পিটিয়ে মেরেই ফেললো।
বিষয়: বিবিধ
৪১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন