ইকো পার্ক এ স্বাগতম।
লিখেছেন লিখেছেন জারা ০৪ এপ্রিল, ২০১৩, ১১:৫৮:৪৮ রাত
ঘন বন জঙ্নল, গাঢ় সবুজের মিশ্রনে প্রাকৃতিক মনকাড়া মনোরম পরিবেশ কার না ভালো লাগে। আর যদি আপনি প্রকৃতি প্রেমিক হন তাহলে তো সোনায় সোহাগা, হাজারও আফিসিয়াল এবং আনআফিসিয়াল হাজারো কাজের চাপের ভীরে যখন আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ছুটির দিনগুলোতে আপন নিবাসে শুয়ে বসে ক্লান্তিটা দূর করার উপায় খুঁজে নেন। তখন ইচ্ছে করলে আপনিও সাপ্তাহিক ছুটির সাথে আরও দু,একদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সিলেটের টিলাগঢ় এলাকার এক প্রান্তে অবস্হিত ইকোপার্কে।
এবার আসা যাক মূল বর্ণনায়।
সিলেটের তীব্র অসহনীয় গরমে তীক্ত হয়ে এক বিকেলে একটু শান্তির পরশ পেতে আমার বরের সাথে বেড়াতে বের হলাম ,সাথে আমার বেবী,আর বাসায় বেড়াতে আসা আমার একমাএ আদরের ছোট বোন। বাহন বড় ভাইয়ের গাড়ি আর আমাদের রুম্মান। অল্প কিছু সময়ের মাঝেই আমরা টিলা গড়ে
চলে আসলাম। এরপরে বাক নিলো প্রধান সড়ক থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়কের দিকে। পথের দু পাশে ছোট ছোট টিলাগুলো তার পুরনো জৌলুষ নিয়ে। চারদিকেই সবুজের স্নিগ্ধ ছোয়ার অনাবিল হাতছানি। চোখ জুরিয়ে যায় প্রচন্ড গরমকে উপেক্ষা করেই। যেতে যেতে চোখ পড়লো গবাদী পশু খাদ্য গবেষনা কেন্দ্রের দিকে। তারপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের একপার্শ্বে আর অন্য পার্শ্বে অবস্হিত সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কাছেই উচু পাহাড়ে ক্ষনিকের জন্য বেড়াতে আসা লোকজন ও শিশুদের নির্মল আনন্দময় বর্হিপ্রকাশ।
আমরা পৌছে গেলাম ইকোপার্কের দ্বার প্রান্তে। কেউ কেউ এসেছেন জগিং করতে ,কেউবা আমাদেরই মতো ইকোপার্কে বেড়াতে এসেছেন। চারদিকে উচুঁ উচুঁ গাছের সারি , প্রায় গাছই উচুঁ টিলা গুলোর উপরে এবং পার্শ্বে অবস্হিত। বলতে গেলে এখানে আমার আগের লেখা সেই লাউয়ার ছড়ার মতোই
গাছ গাছালি, ঘন সবুজ বন জঙ্গলে ঘেরা অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক মনোরম পরিবেশ। মনে হয় যেন বিধাতা তার সৃষ্টির সমস্ত মাধূর্য্য বুঝি বা এখানেই কিছুটা ঢেলে সাজিয়েছেন। মুহুর্তের মাঝে কোথায় হারিয়ে গেল সেই অসহনীয় গরম। সমস্ত মন ও শরীর জুরে তখন ঠান্ডার প্রাকৃতিক আমেজ। এখানের পরিবেশটাই এমনি যে খুব খারাপ লাগাটাও মুহুর্তের মাঝে ভালো লাগায় পরিনত হয়ে যায়। কাছেই একটা শুটিং স্পট রয়েছে। দেখলাম ওখানে কিসের যেন শুটিং চলছে। আমরা ওখানে যাইনি। প্রকৃতিকে ভালোবেসে তার কাছেই সমর্পন করলাম নিজেদের। এখানে প্রতিটা গাছের গায়েই নেম প্লেট ঝোলানো রয়েছে। যার দরুন প্রতিটা গাছের নাম ও পরিচিতি সনাক্ত করতে খুব বেশী সময় লাগেনি । রয়েছে গর্জন গাছ,
মেহগনি, জারুল, সেগুন,রাবার সহ আরও বিভিন্ন প্রজাতির গাছ সমূহ। এখানের প্রাকৃতিক বিশুদ্ধ শান্ত ,কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে স্বস্তির কোমল পরশ বুলিয়ে দেবে। আপনাতেই ক্লান্ত পথিকের ক্লান্তিকে ভুলিয়ে দেয়ার জন্য যথেষ্ঠ। চারদিকে সন্ধ্যার আমেজ নেমে আসাতে সেদিনের মতো বিদায় জানাতে হলো এই ইকোপার্কে।
বিষয়: বিবিধ
২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন