গল্প হতে শেখা

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৪ জুন, ২০১৪, ১০:৩০:০২ সকাল

অনেক ইঁদুর মিলে একবার একটা সভা ডাকল। সে সভায় জোর আলোচনা চলল তাদের চরম শত্রু বিড়ালকে নিয়ে। আলোচনার উদ্দেশ্য ছিল একটা উপায় বার করা যাতে আগে থাকতেই জানা যাবে কখন বিড়াল আসছে। অনেকে মিলে অনেক কথা হল। সবচেয়ে বেশী পছন্দের রায় - বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। তা হলেই সে যখন কাছাকাছি আসবে, তার চলার সাথে সাথে ঘন্টার টুং টাং আওয়াজটা পাওয়া যাবে। আর সেই আওয়াজ শুনে বিড়াল এসে পড়ার আগেই ইঁদুরেরা তাদের গর্তে পালিয়ে যেতে পারবে। মুস্কিল ঘটল যখন তারা ঠিক করতে বসল যে ঘন্টাটা বিড়ালের গলায় বাঁধবে কে। এই কাজটা করার জন্য শেষ পর্যন্ত আর কাউকেই পাওয়া গেল না।

✪ প্রাচীন বচনঃ⇝প্রস্তাব যারা দিয়েছে, তাদেরই কাজটা করার সুযোগ দিয়ে দেখো।

✒ বাস্তবতা ভিত্তিক বচনঃ⇝বড় বড় কথা বলা যত সোজা সেই কথাগুলো কাজে করে দেখান ততটাই কঠিন। বলে অনেকেই, করবার বেলা আর তাদের খুঁজে পাওয়া যায় না।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238250
২৪ জুন ২০১৪ সকাল ১১:০৬
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ইংরেজী প্রবাদটা মনে হয় এজন্যই যে, 'ইজি টু সে, বাট ডিফিকাল্ট টু ডু"
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৩১
184730
ফাহিম মুনতাসির লিখেছেন : সেটাই ....
238287
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : ''চলুন , আজকে থেকেই সব ভারতীয় পন্য বর্জন করি ।''

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File