বিলেতের ডায়েরী: ছদ্মবেশে ডাকাতি

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ১১ মার্চ, ২০১৩, ১২:২০:২৬ রাত

মঙ্গলবার ভোর হয় হয়-এমন সময় ঘুমুতে যাই। কারন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় না শুনে ঘুমুতে পারছিলাম না। সকালে ঘুম ভাংগলো সিকিউরিটি কলিংবেলের শব্দ শুনে। আড়মোড়া ভেঙ্গে ঘুম থেকে জেগে রিসিভার তুলে জানতে চাইলাম কে? ওপাশ থেকে জবাব এলো-মাই নেইম ইজ ডেভিড, আই এম ফ্রম ইউর গ্যাস সাপলায়ার কোমপানী, ওয়ান্ট টু চেক মিটার রিডিং। বললাম, ওয়েট আই এম কামিং আউট। ঘরের দরজা খোলে বাইরের বারান্দায় বেরূলাম। দুতলায় ঘর হওয়ার সুবাদে নিরাপদ দুরত্বে দাড়িয়ে দেখতে পেলাম আগন্তুক লোকটি বিলডিংয়ে মুল গেইটের সামনে অপেক্ষমান। দরাজ কণ্ঠে শুধালুম, প্লিজ শো ইউর আইডি? লোকটি গলার সাথে ঝুলিয়ে রাখা আইডি কার্ডটি চক্ষু বরার তুলে ধরলো। দূর থেকে দেখতে পেলাম কার্ডে কোম্পানীর নাম ও লগো ছাপার অক্ষরে মুদ্রিত রয়েছে। ভেতরে ফিরে সিকিউরিটি টেলিফোনের বাটন টিপে মুল দরজা খোলে দিলাম। ডেভিড ভেতরে প্রবেশ করলো। বিদ্যুত ও গ্যাসের মিটার চেক করলো। ফেরার সময় কৌতুহলী দৃষ্টিতে আমার অতিরিক্ত সতর্কতার কারন জানতে চাইলো। বললাম, গতকাল রাতে এক বন্ধুর টেক্স ম্যাসেজ পেলাম। এটি ছিলো খুবই সতর্কতামুলক একটি ম্যাসেজ। তিনি লিখেছেন, ইদানিং লন্ডনে এক ধরনের ছদ্মবেশী ডাকাত ও চোরের অবির্ভাব ঘটেছে। দিনে-দুপুরে গ্যাস ও ইলেক্ট্রিক মিটার চেক করার কথা বলে ভেতরে ঢুকে ডাকাতি সংঘটিত করে নির্বিঘে পালিয়ে যাচ্চেছ। ইতোমধ্যে বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। বিষয়টি শুনে ডেভিড কিছুটা অবাক হলেন। বললেন, তা-ই? প্লিজ বি কেয়ারফুল। আমি টেক্স ম্যাসেজটি না পেলে হয়তো কলিংবেলের প্রথম রিং শোনেই দরজা খোলে দিতাম। এখন তো একটু সতর্ক। বন্ধুর টেক্স ম্যাসেজটি ঘনিষ্টদেরকেও ফরওয়ার্ড করলাম। ডেভিডকে বিদায় দিয়ে ফের বেডে গা এলিয়ে দিলাম। ঘুম ছাড়ছেনা। একটু আগেই তো বেডে গেলাম। অন্যদিকে অফিসে যাওয়ার তাগিদ। ভাবছি, এতটুকু সতর্কতাতো যথেষ্ট নয়। ছদ্মবেশে ডাকাত এলে কি একটি ভূয়া আইডি কার্ড বানিয়ে আনতে পারতোনা?। তাহলে করণীয় কী? উপায় খোঁজছিলাম। ভেবে ভেবে একটি হদিস পেলাম। ফোন দিলাম সাপ্লায়ার কোম্পানীকে। বললাম, আমি এখন থেকে অনলাইনে মিটার রিডিং পাঠিয়ে দিতে চাই। ঘরে লোক পাঠানোর প্রয়োজন নেই। তারা প্রস্তাবটি লুফে নিলো। বললো, দ্যাট উইল বি এক্সেলেন্ট। কিন্তু চিন্তা হলো তাদের নিয়ে, যারা অনলাইন সম্পর্কে ওয়াকেফহাল নন। তাদের কী করা উচিত? সংশ্লিষ্ট সাপ্লায়ার কোম্পানীকে জানিয়ে দেয়াই বোধহয় উচিত, তারা যেনো মিটার রিডিং সংগ্রহের আগে এপোয়েন্টমেন্ট করে লোক পাঠান।

বিষয়: বিবিধ

১৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File