আমি আমার কাছে হেরে গেলাম

লিখেছেন লিখেছেন মাটির মানুষ ১৪ মার্চ, ২০১৩, ০৯:২৮:৫৫ সকাল

আমি আমার কাছে হেরে গেলাম

আজ আমি বুঝে শুনে সব হারালাম।

আজ আমি ন্বিঃস হাতে পা বাড়ালাম

আজ আমি আমার কাছে হেরে গেলাম।

আজ ‍আমি নতুন করে মানুষ নামক প্রানীটাকে চিনতে ‍পারলাম

আজ আমি হোসে এলাম, আজ আমি ঘুরে গেলাম

কারো যে মোন খোলে না কেউ যে চোখ মেলে না

আমি যে একা ছিলাম আজ তা বুঝতে পারলাম

আজ আমি আমার কাছে হেরে গেলাম।

চলতে গিয়ে ধোকা খেলাম বোকার মত পা বাড়ালাম

চেনার আগে ভালোবাসলাম, ভালোবেসে হেরে গেলাম

নিঃস হাতে ফিরে এলাম,

আজ আমি আমার কাছে হেরে গেলাম।

কত যে স্বপ্ন ছিল, সব যে মিথ্যে হল

কি কারনে এমন হলো না বুঝে কষ্ট পেলাম

আজ আমি বুঝতে পেলাম, আজ আমি চিনে গেলাম

আজ আমি রিক্ত হাতে ফিরে এলাম

আজ আমি আমার কাছে হেরে গেলাম............................

বিষয়: বিবিধ

১৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File