একটি সুন্দর স্বপ্ন একটি সুন্দর দেশ গড়ার
লিখেছেন লিখেছেন মাটির মানুষ ০২ মে, ২০১৩, ১০:৫১:৪৮ সকাল
একটি সুন্দর স্বপ্ন একটি সুন্দর দেশ গড়ার
আমার ভীষনভাবে মন কাঁদে যখন দেখি আমার চারপাশে এত সব অসত্য এবং অসুন্দর যা এই সুন্দর পৃথিবীর পরিবেশকে দূষিত এবং অসহনীয় করে তুলছে। আমারা পড়াশুনা করে আলোকিত মানুষ হবো, গড়ে তুলবো একটি জঞ্জালমুক্ত সুন্দর পৃথিবী ,এই আদর্শকে সামনে রেখে আমারা ক্রমশ বড় হয়ে উঠছি। কিন্তু কিভাবে যে আদর্শ হতে বিচ্যুত হই তা ভাবতে অবাক লাগে। আমাদের পিতামাতা , শিক্ষক প্রতিবেশী সবাই প্রাণপণ চেষ্টা করছেন কিভাবে আমারা আদর্শ মানুষ ভাবে গড়ে উঠি।তারপরেও সমাজে কেন এই অবক্ষেয় শিকার? তবে কি আমাদের চেষ্টার কোথাও কোন গলদ রয়েছে।আজ সর্বস্তরের মনেুষের ভাবার সময় এসেছে। মনে রাখতে হবে আমাদের আদর্শ এবং কার্যকলাপ অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মেকে প্রভাবিত করে। এরাই আমাদের সবকিছুর চুলচেরা বিচার করে।
প্রকৃত পক্ষে আমরা অনেক স্বার্থপর।আমাদের ক্ষুদ্র স্বার্থের বিনিমেয়ে অনেক বৃহৎ কল্যান সাধিত হতে পারে।কিন্তু আমরা একটি কনাও ছাড়তে রাজি নই। “আমি” “আমি” “আমরা” “আমরা” এই ছাড়া আমারা কিছুই বুঝি না। অথচ জীবন সায়াহ্নে এসে আমারা বড় অসহায় হয়ে পড়ি এবং নিঃস্ব হয়ে যাই।পৃথিবী এবং সমগ্র মানব সমাজ আমাদের চিরবিদায় দেয় নিঃস্ব এবং নিঃসঙ্গ অবস্থায়।আমাদের জীবদ্দশায় এরুপ পরিস্থির শিকার না হলে অন্যের অন্তিম অবস্থা দেখেও আমারা শিক্ষা লাভ করি না কেন?
আপন স্বার্থকে বাস্তবে রুপায়িত করেতে গিয়ে আমারা ক্রমশ লোভী হয়ে যাচ্ছি।খাওয়ার লোভ পাওয়ার লোভ ক্রমশঃ আমাদের গ্রাস করছে।আজ অধিকাংশ মানুষ নীতি বিবর্জিত জবিন যাপন করছে। সুবচন আজ নির্বাসনে।আমার অনেকেই ভালো মানুষের মুখোষ পড়ে গোপনে দুর্নিতী করে বেড়াই।কিন্তু আমাদের একটু বোধ নেই যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন।যার চোখ এড়িয়ে চলা মোটেই সম্ভব নয়।তাছাড়া প্রবাদ আছে “চোরের দশ দিন গৃহস্তের একদিন”।এ কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।আমাদের কৃতকর্মের ফল আমাদের অবশ্যই ভোগ করতে পবে ইহকাল ও পরকালে।
সৎভাবে বেচে থাকার মাঝে রয়েছে আলাদা আনন্দ।যদিও অভাব অনটন একজন সৎলোককে ভীষন ভাবে কষ্ট দেয়।এই কষ্টকে যে মেনে নিতে পারে সেই প্রকৃত সুখি।উচ্চাভিলাষ একজন মনুষকে দুর্নীতির পথে ঠেলে দেয়ে ।ঘাম ঝরানো সৎ উপার্যন দিয়ে মোটা ভাত , মোটা কাপড়ে চলার মধ্যে রয়েছে অনাবিল আনন্দ।নেই তা চুরির দায়ে ধরা পড়ার ভয় নেই নেই তা না পাওয়ার যন্ত্রনা।এতে কি যে মানুষিক প্রশান্তি এটা তারাই অনুভব করতে পারে যারা এরুপ জীবন যাপনে অভ্যস্ত।সমাজের কিছু মানুষ যদিও তাদের এই সততাকে এবং সুখকে ঈর্ষার সাথে চোখে দেখে।তাদের কষ্ট দেয় এবং বিপথগামী করতে চায়।চিত্তের দৃড়তা থাকলে এবং আত্নসংযমী হলে কেউ তাদের পথভ্রষ্ট করতে পারে না এটা আমার দৃড় বিশ্বাস।
আজ যেটা বর্তমান , আগামীতে তা অতীত হয়ে যাবে।এই ফেরৈ আসা অতীতকে সুন্দর রাখতে হবে।নতুবা আগামী প্রজন্ম আমাদের কদর্য অতীত খেতে কুশিক্ষা অর্যন করবে এবং তাদের কাছে আমাদের সবসময় মাথা নিচু করে রাখতে হবে।তারা কখনো বিপথগামী হলে তাদের সদুপদেশ দেয়া এবং শাসন করা থেকে আমারা বঞ্চিত হবো।তাই অতীতকে সুন্দর ও কলুষমুক্ত রাখতে হবে।
আজ উচুস্তর হতে নীচুস্তর পর্যন্ত দুর্নীতি সংক্রামক ব্যাধীতে রুপ নিয়েছে।শতকরা ৯৯ ভাগ আজ এই ব্যাধির শিকার। কেবল মাত্র নগন্য সংক্ষক কিছু মানুয়ের জন্য আজেএই পৃথিবী টিকে আছে।সবচেয়ে কষ্ট পাই যখন এই কালো থাবা গ্রাস করেছে আমাদের শিক্ষাক্ষত্রকেও।যার ফলে আজ জাতীর মেরুদন্ড আজ প্রায় ভগ্ন প্রায়।তাই বলি অতীতে কি করেছি তার জন্য তাওবা করে আগামীতে যেন একটি সুন্দর সৎজীবন যাপনের মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ার অঙ্গিকার বদ্ধ হই।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন