আমার স্কুলের প্রথম ‍দিন

লিখেছেন লিখেছেন মাটির মানুষ ১৩ মার্চ, ২০১৩, ০১:১৯:৩০ দুপুর

আমার স্কুলের প্রথম ‍দিন

আমি একটা সেনাবাহীনি পরিচালিত স্কুলে পড়তাম।সেটি হালিশহরে অবস্থিত।আমি আমার স্কিুলে প্রথম যাই আমার আব্বুর সাথে।প্রথম যেয়ে দেখি ছেলেরা খেলছে।আমারও খুব ইচ্ছে হল।কিন্তু পারলাম না।এরপর আমার আব্বু আমাকে স্কুলের পোশাক বানিয়ে দিল এরেপর আমি স্কুলে যাই।আমার এক বন্ধু আমাকে নিজ থেকে এসে আমার সাথে কথা বলল।এবং বলল চল আমরা খেলি।আমাদের খেলার মাঠটি মোটামুটি বড়।সেখানে গোল্লাছুট খেলা হত।আর আমি তা পারতাম না।সে আমাকে খেলার নিয়ম কানুন শিখিয়ে দিল।আমি ছিলাম গোল্লা।অর্থাত আমি সবার শেষে ছুটবো এবং আমার উপরই খেলা নির্ভরশীল।তো ছুটলাম.................মজা লাগলো।এই থেকে শুরু হল আমার স্কুল জীবন।আজ আমরা একেকজন দেশের একেক প্রান্তে পড়াশুনা করছি।আসলে স্কুল বন্ধুগুলো হল আজিবনের ।তারা অকৃতিম আজও তাদের সাথে দেখা হলে নিজের মধ্যে কেমন যেন সস্তি বোধ হয়।আমরা যারা ঐ স্কুলে ‍অনেক আগের থেকে ছিলাম তারা আজও একসাথে আছি। আমাদের অস্তিত্ব এখনও ঐ টিনের স্কুলের সাথে জড়িত।আমাদের শিক্ষকগনও ছিলেন অমায়িক।তারা আমাদের জন্য অনেক করেছেন্‌রে অন্যতম কারন আমাদের ব্যাচটি ছিল অন্যতম।আমরা পড়াশুনা ছাড়া আর সকল দিক থেকে ছিলাম টপ অর্ডারে।তাই আমাদের এস এসসি পরীক্ষার সময় তারা আামাদের ফলাফল নিয়ে অনেক চিন্তিত ছিল।কিন্তু আমরাই আমাদের স্কুলের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করেছি।এখনও তাদের সাথে দেখা হলে আমাদের নিজের অজান্তে আমারা তাদের পায়ে লুটিয়া পড়ি।

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File