শিশুরা নেই, বড়রা কোথায় ???
লিখেছেন লিখেছেন জ্ঞান পিপাসু ১২ আগস্ট, ২০১৪, ০৮:৩০:৪০ সকাল
মানুষকে বোকা আর অথর্ব বানানোর এক কাযকরী উপায় হলো তাকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রেখে মূর্খ করে রাখা । আর এ লক্ষে যুগে যুগে মুসলিম বিশ্বের সবখানে কাজ করে চলেছে ইহুদি-মুশরিক-খৃষ্টান চক্র। আর এরই ধারাবাহিকতায় হয়েছে ফিলিস্তিনে ইসরাঈলী বাহিনী কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান-মেধাবী ছাত্র-ছাত্রীদের ধ্বংসকরণ।
গাজার শিক্ষামন্ত্রী বলেছেন, ‘গত ৩৫ দিন ধরে চলা ইসরাঈলী হামলায় দেশের ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সম্পূর্ণ ধ্বংস এবং আংশিক ভাল রয়েছে ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের। ফিলিস্তিনের রাজধানী গাজায় আর মাত্র ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ইসরাঈলী হামলা থেকে অক্ষত রয়েছে। এমতাবস্থায় সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করা অসম্ভব বলে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, এসব প্রতিষ্ঠান পাঠদান উপযোগী করতে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার লাগবে। ১৯ জন শিক্ষক-শিক্ষিকাও চলমান হামলায় নিহত হয়েছেন বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। উল্লেখ্য, ইসরাইলী হামলায় গত ১৪ জানুয়ারী ২০০৭ এর পর এ সর্বাত্নক আগ্রাসী হামলায় বেশী সংখ্ক প্রাণহানীর ঘটনা ঘটেছে গত ৩৫ দিনে। অথচ বিশ্ব মোড়লেরা এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
সূত্রঃ আখবার ফিলিস্তিন
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Your server does not support the GD function required to process this type of image.
মন্তব্য করতে লগইন করুন