মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুধ মাতাগণ

লিখেছেন লিখেছেন জ্ঞান পিপাসু ২১ আগস্ট, ২০১৩, ০৭:২৩:০১ সকাল

শিশুকালে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের দুধ পান করেছিলেন-

১. তার নিজ মাতা আমিনা বিনতে ওয়াহহাব।

২. আবু লাহাবের দাসী ছুয়াইবা, তিনি একই সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম , আবু সালামা ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল উযযাহ আল আসাদী এবং তার নিজ সন্তান মাসরুহকে দুধ পান করান। তিনি হামযা রাদিয়া আল্লাহু আনহু কেও দুধ পান করান।

৩. হালিমাতুস সা’দিয়াহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হালিমার যে সন্তান দুধ পান করত তার নাম আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুধবোনগণ হলেন-আনিসা ও জাদামাহ (সীমা)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হামযা রাদিয়া আল্লাহু আনহু ও চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিবকেও হালিমাতুস সা’দিয়াহ দুধ পান করান। মক্কা বিজয়ের পর চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস ইসলাম গ্রহণ করেন যদিও ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনেক বিরোধিতা করেছেন।

সূত্রঃ যা’দুল মা’আদ-ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ

বিষয়: বিবিধ

১৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File