সরকারের পাতা ফাদে পড়ে বিপদে নাস্তিক ব্লগাররা

লিখেছেন লিখেছেন নয়ন ০২ এপ্রিল, ২০১৩, ০৪:৩৭:৫৮ বিকাল

সরকারের পাতা ফাদে পড়ে বিপদে পড়ছে নাস্তিক ব্লগাররা। গতকাল রাতে তিন নাস্তিক ব্লগার যারা বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম অবমাননা করে ব্লগ লিখতেন তাদেরকে আটক করেছে ডিবি পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রী ও আইন মন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন যারাই ব্লগে ও মিডিয়ায় ধর্ম অবমাননা করে লিখবে এবং সাম্প্রদায়িক বিষবাস্প ছড়াবে আইন সংশোধন করে সকলকে শাস্তির আওতায় আনা হবে। এর নাম ভোটের রাজনীতি। জনমতের বাইরে কেউ যেতে পারবেনা। ১/২শ নাস্তিককে রক্ষার জন্য সরকার কোটি কোটি ধর্ম প্রাণ মানুষের ভোটের বিপক্ষে যাওয়ার ঝুকি নিবে না। এতদিন সরকার যাদেরকে বিরিয়ানী পোলাউ খাইয়ে ফাইভ ষ্টার হোটেলে রেখে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছিল আজ তাদেরকে গ্রেপ্তার করছে।৬ এপ্রিল হেফাজতে ইসলাম এর লংমার্চ সফল হলে ইনশা আল্লাহ বাকি সকল নাস্তিক প্রেপ্তার হবে। এবং এই সরকারই ক্ষমতায় থাকতে থাকতে ওই সকল নাস্তিকদের সাজা কার্যকর করবে। এবং আমি মনে করি সরকারের কাছে মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে নাস্তিক ইসু এখন বেশি বিব্ব্রতকর। বিগত দিনে ক্ষমতার লোভে হাসিনা জামাতে ইসলামী সহ সাকার সাথেও জোট করে ছিল ক্ষমতায় যাওয়ার জন্য, নিজেকে জামাতের আমির ঘোষণা করে ছিল। আবার ও যদি এই কতিপয় নাস্তিকদের বলী দেওয়ার প্রয়োজন পড়ে ভোট পাওয়ার জন্য হাসিনা সরকার পিছপা হবে না এই সকল পাঠাদের বলী দেওয়ার জন্য। বলীর পাঠা বলীর জন্য লালন পালন করা হয় আলাদা ভাবে। হাসিনা ও ওদেরকে এত দিন লালন পালন করেছিল এখন সময় এসেছে বলী দেওয়ার। দেশবাসী অপেক্ষায় আছে ওই সকল পাঠাদের সত্কার দেখার জন্য।

বিষয়: রাজনীতি

১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File