ভূগোল স্যার: স্মৃতির পাতা থেকে নেওয়া।
লিখেছেন লিখেছেন সাইদ ২৩ আগস্ট, ২০১৩, ০৭:১১:৪৬ সকাল
বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।
সব স্যারের হাতেই অল্প বিস্তর মাইর খাওয়ার অভিজ্ঞতা হয়েছিলো।বেশির ভাগ মাইর আসলে স্যারদের সাথে দুষ্টমি করার জন্য খেয়েছি।অনেক সময় সহপাঠীকে মাইরের হাত থেকে বাঁচানোর জন্য করা কৌশল ধরা খেয়ে নিজেই মাইর খেয়েছি।একেকজন স্যারের মাইরের ধরন ছিলো আবার একেক রকম।
আমাদের ভূগোল স্যার আবার বেত দিয়ে মারতেন না।ডাস্টার দিয়ে মাথায় মারতেন।মাথার চুল চেপে ধরে ডাস্টার দিয়ে শব্দ করে মারতেন।এই স্যারের মাইর থেকে বাঁচার জন্য কেউ চুল বড়ো করতো না। ছোটো চুল হলে স্যার চুল ধরে যেমন সুবিধা করতে পারতোনা তেমনি মেরেও সুবিধা করতে পারতোনা।
ভুগোলে যতই ভালো লিখিনা কেনো পঞ্চাশ এর মধ্যে কখনো বত্রিশ এর উপর নাম্বার পেতাম না।একবার স্যারকে কয়েকবন্ধু মিলে ধরলাম।কিভাবে ভুগোলে লেটার মার্ক মানে পঞ্চাশ এর মধ্যে চল্লিশ পাওয়া যাবে?স্যার আবার বোর্ড পরীক্ষার উত্তরপত্র দেখতো।একদিন স্যার বোর্ড পরীক্ষার উত্তরপত্র দেখার নির্দেশক নিয়ে এসে আমাদের বুঝিয়ে দিলেন ভুগোলে বেশী নাম্বার পেতে হলে কি কি করতে হবে।যতোটুকু মনে আছে তাতে মনে পড়ে প্রত্যেক প্রশ্নের উত্তরে ছবি দেওয়া লাগবে এবং যথেষ্ট ডাটা এবং ডাটার সুত্র উল্লেখ করতে হবে।বিশেষ করে খনিজ সম্পদ জাতীয় প্রশ্নের উত্তরে ছবি, কোন দেশে,কি পরিমানে পাওয়া যায় বিস্তারিত তথ্য এবং তথ্যর উৎস উল্লেখ করতে হবে।
ক্লাস নাইন এর এক পরীক্ষায় উত্তর আমেরিকার খনিজ সম্পদের বর্ণনা দাও এক প্রশ্ন এসেছে।প্রশ্ন আমার কমন না থাকায় মনের মাধুরী মিশিয়ে উত্তর লিখলাম।দেশের নামগুলো একটু ধারণা ছিলো আর সাধারণ কিছু খনিজ সম্পদের নাম দিয়ে কোন কোন দেশে কতো টন উত্তোলন করা হয় সব ডিটেলস সুত্রসহ উল্লেখ করলাম।স্যার উত্তর পত্র দেওয়ার সময় সবাইকে দিলো কিন্তু আমাকে দিলোনা।আমার উত্তর পত্র হাতে ধরে রেখেছে।আমাকে কাছে ডাকলো।আমাকে বলে এই প্রশ্নের উত্তর আমি কোন গাইডে পেয়েছি?আমি খুব সরল ভাবে বললাম স্যার বিভিন্ন ভুগোলের গাইড ঘাটাঘাটি করে দেখলাম এক এক গাইডে এক এক রকম তথ্য। এতো তো আর স্যার মুখস্ত করা যায় না।তাই ভাবলাম সংখা এদিক ওদিক একটু হলে তো আর কোনো সমস্যা নেই।
আমি কিন্তু স্যার আপনার বলে দেওয়া ফরম্যাট ঠিক করে লিখেছি।স্যার আমার মাথার চুল ধরে ডাস্টার দিয়ে মাথায় মারে আর বলে সবই ঠিক আছে।তবে আলজেরিয়া,ঘানা এইসব দেশগুলো কোথায়?আমার সাথে বাটপারী?মাইরে তরে তক্তা বানিয়ে ফেলবো।দক্ষিন আমেরিকার কোনো দেশ হইলেও একটা কথা ছিলো কিন্তু তুই আফ্রিকার দেশকে উত্তর আমেরিকার মধ্যে ফেললি কিভাবে?তুই যেভাবে বর্ণনা করেছিস তাতে তো দেশের নাম ভুল না করলে আমার নিজেরও ধরার ক্ষমতা ছিলনা।শোন দেশের নাম ঠিকমতো মুখস্ত করে রাখবি তাহলে আর সমস্যা নেই।ভূগোল স্যারদের আর যাই হোক দেশের নাম সম্মন্ধে ভালো ধারণা থাকে।
আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
২৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন