দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করে আওয়ামিলীগ কি নিজের পায়ে নিজেই কুড়াল মারবে???

লিখেছেন লিখেছেন সাইদ ২১ আগস্ট, ২০১৩, ১০:৫৩:০৮ সকাল



বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।

১৯৯১সাল থেকে জনগনের ভোট নির্বাচিত সরকাররা জনগনের উন্নয়নের জন্য কাজ করে গেলেও জনগণ কখনোই কোনো একটা দলের শাসনের প্রতি সন্তষ্ট হতে পারেনি।তাই প্রতি পাঁচ বছর পরপর জনগণ এদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে।কোনো দলই আসলে জনগনের মনের কথাটি উপলদ্ধী করতে পারেনি।বিকল্প আস্থাশীল কোনো দল গড়ে না উঠায় জনগনকে বারবার আওয়ামীলীগ এবং বিএনপির কাছে ধর্না দিতে হয়েছে।বাংলাদেশের রাজনীতিতে এটাই বাস্তবতা।এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।

১৯৯১ সালের ধারাবাহিকতা থেকে যে কেউ বলতে পারেন নিরপেক্ষ নির্বাচন হলে এবার ১৮দল ক্ষমতায় আসবে।এই ভবিষ্যত বাণী করার জন্য কোনো জরিপের প্রয়োজন নেই।বাংলাদেশের একজন অন্ধও এই ভবিষ্যত বাণী করতে পারে।প্রার্থীর ব্যাক্তি ইমেজ কোনো ব্যাপার না।১৮দল ৩০০জন কলাগাছ দাড় করিয়ে দিলেও তারা যে সরকার গঠন করবে তাতে দ্বিমত করার মতো লোক খুব একটা বেশী পাওয়া যাবে না।

বর্তমান সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হলেও ১৮দল যে ক্ষমতায় আসবে তা বিগত ৫সিটি নির্বাচনের ফলাফল থেকে অনুমান করা যায়।সরকারের সব মহল থেকে স্থানীয় নির্বাচনের উদাহরণ দিয়ে জনগনকে আস্বাস দেওয়া হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের।নিরপেক্ষ নির্বাচন হলে ব্যাপারটা এরকম দাড়াবে যে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগকে বিএনপির অধীনে নির্বাচন করতে হবে।বিএনপির অধীনে নির্বাচন কেমন হতে পারে তা আওয়ামীলীগ ভালই জানে।জনমত সেসময় ১৮দলের অনুকূলে না থাকলেও দলীয় সরকারের অধীনে যে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না তা আওয়ামীলীগের হিসাবের মধ্যেও আছে।

২০১৮সালে ক্ষমতায় যাওয়ার সুযোগ কি আওয়ামীলীগ এখনই ১৮দলের হাতে তুলে দিবে? বর্তমানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।আওয়ামীলীগ কি এতো কাঁচা কাজ করবে?কোনো অন্ধও বিশ্বাস করবে না যে আওয়ামীলীগ ২০১৮ সালের ক্ষমতাও এখনই ১৮ দলের হাতে তুলে দেবে।তাই কোনভাবেই বর্তমানে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করা সম্ভব না।দলীয় সরকারের অধীনে ছলে বলে কৌশলে ১৪ দলই ক্ষমতায় আসবে।ভোটের মাধ্যমে না হলেও মিডিয়া কু এর মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখবে।যারা দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করেন তাদেরকে "২০১৮ সালে ক্ষমতায় যাওয়ার সুযোগ কি আওয়ামীলীগ এখনই ১৮দলের হাতে তুলে দিবে?" এই প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করব।উত্তর হ্যা হলে তারা আশা করতে পারেন।তাহলে কি হবে সামনের দিনে?দেশ যে পথে এগুচ্ছে তাতে রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোনো সমাধানের পথ আপাতত কারোর কাছে নেই।সরকার এবার ক্ষমতা ধরে রাখতে এতো মরিয়া কেনো?-পরবর্তী লেখায়-

আল্লাহ হাফেজ

বিষয়: রাজনীতি

২১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File