বাবার সাথে ছোট্র ছেলের বাস ভ্রমণ !!!!
লিখেছেন লিখেছেন সাইদ ১৯ আগস্ট, ২০১৩, ০৮:৪৬:৩৪ সকাল
বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।
অনেক কারনে মনটা খুব একটা ভালো নেই।আশে পাশে যা ঘটতেছে তাতে মন ভালো থাকার কথা না।আমার যখন খুব খারাপ লাগে তখন আমি শৈশবে ফিরে যাই।চিন্তাগুলো একটু অন্যদিকে ডাইভার্ট করে মনকে ভালো করার চেষ্টা করি।
জীবনের স্মৃতিময় দিনগুলোর কথা লিখতে গেলে মানসপটে সর্বাজ্ঞে ভেসে উঠে যে স্নৃতি তা হচ্ছে শৈশবে বাবা মার আদর ,ভালবাসা আর শাসন।এইগুলোকে বাদ দিয়ে শৈশব আর শৈশব থাকেনা,হয়ে উঠে বিষাদময় স্মৃতি যে স্মৃতির কথা আমরা ভুলে যেতে চাই,ভুলে থাকতে চাই।আজকে বাবাকে কেন্দ্র করেই কিছুসময় ফিরেযাব সেই দিনগুলোতে যা কখনই ফিরে আসবে না,কিন্তু ফিরে আসবে স্মৃতির পাতায় বারে বারে।
খুব ছোটবেলার কথা।আব্বার সাথে নানী বাড়ি বেড়াতে যাচ্ছি।আমাদের বাড়ী থেকে ১৫km দুরে আমাদের নানী বাড়ী।সাধারণত বাসে নানী বাড়ীতে বেড়াতে যেতাম।বাসে যাওয়ার পথে মাঝখানে একটা বাসস্টান্ডে ১৫মিনিটের মতো বিরতি দিতো।সবাই বাস থেকে নেমে হালকা কিছু বিস্কুট কিনে খেত।এমনই এক বাস ভ্রমণের বিরতির সময় আব্বা আমাকে বাসের মধ্যে বসিয়ে রেখে আমার জন্য কিছু বিস্কুট কিনতে গিয়েছে।আব্বা বাসের মধ্যে এসে দেখে আমি নাই। আমি নাই তো নাই।এত অল্প সময়ের মধ্যে কোথায় গেলো?আব্বা বাসের মধ্যে আমাকে খুঁজে না পেয়ে, বাসস্টান্ডের সব দোকানে খুঁজে হয়রান।কোথাও আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বাসের সব যাত্রীরাও বেশ টেনসনে পড়ে গেলো।এই ছোটো একটা বাসস্ট্যান্ড থেকে কোথায় যাবে?বাস থেকে নামলে তো কারোর না কারোর চোখে পড়ার কথা।আমাকে খুঁজে না পাওয়াটা সবার কাছে একটু অবাকই মনে হচ্ছিলো।এতটুকু ছোটো বাচ্চা যাবেই বা কোথায়?
অবশেষে সবাই মিলে বাস এর সিট এর নিচে খোজা শুরু করলো।ছোটো বাবুটি বাসের এক সিটের নিচে আপন মনে খেলা করতেছে দেখে সবার মনে স্বস্তির নি:স্বাস আর মুখে মুচকি মুচকি হাসি।আমার আব্বাকে শুনতেও হলো,আপনার ছেলেটা ছোটো হলে কি হবে আমাদের সবাইকে ঘোল খাইয়ে ছেড়েছে আজকে !!!
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
২৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন