এক দেশের এক রাজকুমারী আর এক রানীর গল্প !!
লিখেছেন লিখেছেন সাইদ ১৬ আগস্ট, ২০১৩, ০১:১১:৩৩ দুপুর
বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।
দাদা ঘুম আসেনা।একটা গল্প বলো।নাতির আবদারে দাদাকে প্রতিরাতে একটা করে নতুন নতুন গল্প শোনাতে হয়।দাদা নাতিকে গল্প শোনাতে লাগলো। একদেশে ছিলো এক রাজকুমারী।রাজকুমারীর পিতা রাজাকে সেই দেশের জনগণ অনেক ভালবাসত।এই রাজার ডাকেই জনগণ পাশের দেশের রাজার অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলো।জনগণ রাজাকে সন্মান করে বন্ধু বলে ডাকতো।সে ছিলো সবার বন্ধু।জনগন নতুন রাজার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল।রাজাও চেষ্টা করেছিল তার সাধ্যমতো।সবার সাথে বন্ধুর মতো মিশতেন।কিন্তু এই রাজারই একসময় জনগনের প্রতি বিশ্বাস কেনো যেনো কমতে থাকে।তার একটা ভুল সিদ্ধান্তের কারণে তার অনেক অনুসারীরা জনগনকে অত্যাচারী রাজার মতো শোষণ করতে থাকলো।জনগণ হতাশায় নিমজ্জিত হলো।কেন বন্ধু রাজা এমন অত্যাচারী হয়ে গেলো? তারপর কি হলো দাদা সেই রাজার?দাদা দীর্ঘ নিঃস্বাস ফেলে বলে একদল লোক রাজা এবং তার পরিবারকে নিষ্ঠুর ভাবে হত্যা করলো। তবে দুই রাজকুমারী বিদেশে থাকায় বেঁচে গেলো।
জনগণ দেশে নতুন রাজা পেলো।নতুন রাজা কেমন ছিলো দাদা?নতুন রাজাও অনেক ভালো ছিলো।গরীব-দুঃখী জনগনের কথা ভাবতো।রাজা হয়েও তার চাল চলন ছিল খুব সাধারণ।সাধারণ জনগনের মতো খাওয়া দাওয়া করতো।জনগনের উন্নতির জন্য সব সময় ভাবনায় নিমগ্ন থাকতো।কিন্তু এটাই তার জন্য কাল হয়ে দাড়ালো।একদল সুযোগ সন্ধানী লোক তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করলো।বেঁচে গেলো রানী আর দুই রাজপুত্র।তারপর আসলো আরেক অত্যাচারী রাজা। জনগণ এই অত্যাচারী রাজা থেকে মুক্তি পেতে চাইলো। এই অত্যাচারী রাজা থেকে মুক্তি পাওয়ার জন্য বেঁচে থাকা আগের রাজকুমারী আর রানীর কাছে গেলো। রাজকুমারী আর রানীর প্রতি ছিলো জনগনের অগাধ ভালবাসা।রাজকুমারী আর রানীও জনগনের প্রতিদান দিলো।জনগনকে সাথে নিয়ে তারা অত্যাচারী রাজাকে বিতাড়িত করলো।অত্যাচারী রাজাকে কেনো হত্যা করলনা দাদু?তাতো আমি বলতে পারবনা দাদু ভাই। তারপর কি হলো দাদু ভাই রাজকুমারী আর রানীর?জনগণ রানীকে নতুন রাজা বানালো।জনগন অনেক আশা নিয়ে বুক বেধেছিলো এবার বুঝি তাদের সুদিন আসবে।কিন্তু রানীর অনুসারীদের সুদিন আসলেও জনগনের সুদিন আসলোনা।এই রানীও জনগনের মনের কথা বুঝলেন না।জনগণ আবার রানীকে বিতাড়িত করে রাজকুমারীকে রাজা বানালো।জনগণ আশা করেছিলো পিতার ভুল থেকে রাজকুমারী হয়তো শিক্ষা নেবে।কিন্তু না জনগনের ভাগ্য বদল এবারও হলো না।জনগনের আর কোথাও যাওয়ার জায়গা রইলো না।হতাশাগ্রস্থ জনগণ আবার আশায় বুক বেধে রানীর কাছে ফিরে গেলো।একটু আশা রানী যদি তাদের ভালবাসার মুল্য দেন।এভাবেই জনগণ একবার রানী আর একবার রাজকুমারীর কাছে ছুটে গেলো।কিন্তু প্রতিবারই তারা জনগনের ভালবাসাকে তুচ্ছ ভেবেছে। জনগণ ভাবতো রানী-রাজকুমারী তাদের ভালবাসার কথা বুঝবে।তারা একসাথে বসে জনগনের ভালবাসার মুল্য দেবে।কিন্তু তারা কখনও একে-অপরের মুখ দেখতে চাইতো না।তাদের মধ্যে এমন শত্রুতা হলো যে একজন আরেকজনের ছায়াও মাড়তে চাইতো না। তারপর কি হলো দাদু?
জনগণ একসময় আল্লাহর কাছে ফরিয়াদ চায়।এক সকালে রাজকুমারী ঘুম থেকে উঠে দেখে তার প্রাসাদের সব লোকজন মাটিতে মরে পড়ে আছে।রাজকুমারী ভাবলো এই কাজ রানীর।তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য রানীর দরবারে ছুটে চলল।রানীও সকালে ঘুম থেকে একই ঘটনা দেখলো।রানীও ভাবলো এইকাজ রাজকুমারীর।তাই সেও প্রতিশোধ নেওয়ার জন্য রাজকুমারীর দরবারে ছুটে চললো।তারপর কি হলো দাদু?প্রতিমধ্যে দুইজনের সাথে দেখা হলো।তাদের চারিপাশে ছিলো শুধু লাশ আর লাশ।সেদিকে তাদের কোনো খেয়াল নেই।দুইজন মারামারিতে লিপ্ত হলো। হটাৎ তারা দেখলো অনেকগুলো কাল সাপ তাদের দিকে ধেয়ে আসছে।তারা দুইজনেই ভয় পেয়ে গেলো।একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরলো।একে অপরকে শুধু বলতে লাগলো বুবু আমাকে বাঁচাও।বুবু আমাকে বাঁচাও।তারা কালসাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লহর কাছে মোনাজাত করলো।আল্লাহ তাদের দোআ কবুল করলেন।মুহুর্তের মধ্যে তাদেরকে ঘিরে ফেললো একদল লোক।যাদের মাথায় টুপি হাতে তজবী।তারা রাজকুমারী আর রানীর মিলন দেখে আনন্দে কাঁদতেছে।কিন্তু কালসাপগুলো এই লোকদেরকে ছোবল দিয়ে রাজকুমারী আর রানীর দিকে যেতে চাইলো।লোকগুলোর বাধার মুখে কালসাপ গুলো সফল হতে পারলো না।অনেককে তাদের পিটিয়ে মেরে ফেলা হলো।অনেকে পালিয়ে বাঁচলো।অনেক কালসাপকে লোকগুলো দয়াপরবেশ হয়ে খাঁচায় বন্দী করে রাখল।রাজকুমারী আর রানী কালসাপ থেকে বাঁচানোর জন্য লোকগুলোকে ধন্যবাদ দিলো।রানী আর রাজকুমারীর সহায়তায় জনগণ নতুন রাজা পেলো। আল্লহর ভয়ে ভীত এই রাজা সবসময় জনগনের কল্যাণের জন্য কান্নাকাটি করতে থাকলো।জনগনের আনন্দের সীমা রইলো না।এতদিনকার স্বপ্ন তাদের পূরণ হলো।রাজকুমারী আর রানীর কি হলো দাদু?রাজকুমারী আর রানী দুজন মিলে একসাথে সমাজের দুঃস্থ মানুষদেরকে নিয়ে সমাজ সেবায় নিজেদেরকে ব্রতী করলো।
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
৮০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন