স্বাধীনতা নামক ব্লগারের ইসলামী দাওয়াত ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে

লিখেছেন লিখেছেন সাইদ ০২ আগস্ট, ২০১৩, ০৯:১২:১০ সকাল



বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।

আমার যতটুকু মনে আছে একটা ব্লগে আমার-আপনার কমেন্টের মাঝে আপনার কমেন্টের প্রতিমন্তব্যে এক ব্লগার ভাই আপনাকে ইসলামের দাওয়াত দেয়।আমি আপনাকে অনেকবার বলেছি আমাদের কাজ দাওয়াত দেওয়া।কাউকে হেদায়েত করার মালিক আল্লাহ।আল্লাহ যেদিন আপনাকে হেদায়েত করবেন আপনি সেদিন হেদায়েত প্রাপ্তি হবেন।

আমার ব্লগে আপনার কমেন্টের এক প্রতি মন্তব্যে আমি বলেছিলাম "আপনার আমার আল্লাহ যে কতো মহান তার উদাহরণ স্বয়ং আপনি নিজে।আপনি আপনার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা সত্ত্বেও সৃষ্টিকর্তা তার ওয়াদা অনুযায়ী একটা নির্দৃষ্ট সময় পর্যন্ত আপনাকে তারই গড়া পৃথিবীতে থাকার সুযোগ দিয়েছেন।তারই দেওয়া আলো,বাতাস,পানি দিয়ে আপনি দৈনন্দিন জীবন যাপন করছেন।তারপরও তিনি কিন্তু আপনাকে কনভিন্স করছেন না।কনভিন্স করতে হবে আপনাকে যদি আল্লাহ আপনাকে সে সুযোগ কখনো দেন।তিনি সবাইকে সমান সুযোগ দিয়েছেন একটা নির্দৃষ্ট সময় পর্যন্ত।পৃথিবীর সবাই মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে।যারা আল্লহর কথা মানে তারাই প্রকৃত মুসলিম।আল্লাহ প্রয়োজনে আমাদের মতো অল্প বিশ্বাসী মুসলিমকে কঠোর শাস্তি দিয়ে আপনাদের মতো কঠোর সৃষ্টিকর্তা অস্বীকার কারীকে হেদায়েত দিয়ে ইসলামের বিজয় করাবেন।একদিন আপনিও হতে পারেন ইসলামী বিজয়ের এক বীর মুজাহিদিনী।ইসলামের ইতিহাসে আপনাদের মতো অনেক অস্বীকারকারীকে আল্লাহ হেদায়েত দিয়ে ইসলামের বিজয় ঘটিয়েছেন।আপনি ইসলাম সন্মন্ধে গবেষণা করেন।আমার থেকে ইসলামের এই ইতিহাস অবশ্যই ভালো জানেন।আপনি তো আবার আলোচনা বেশি ডাইভার্ট করেন।আশা করি আলোচনা বেশি ডাইভার্ট করবেন না।"

কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে"আমি তোমাকে সুন্দর একটা ইসলামী পরিবেশের সন্ধান দিয়েছিলাম (বিডি ব্লগ ).আমার পক্ষ থেকে অনেক বান্দা তোমাকে আমার দাওয়াত দিয়েছে।কোন শক্তি আমার দাওয়াত থেকে তোমার মুখ ফিরিয়ে নিলো?সেদিন আপনি যদি আপনার যুক্তি দিয়ে আল্লাহ কে বোঝাতে সক্ষম হন তাহলে তো কিয়ামত আপনার জন্য সহজ হয়ে গেলো।আমাদের সবার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত আমাদের যুক্তিদিয়ে আল্লাহকে কি আমরা বোঝাতে পারবো?নিজের বিবেক মিথ্যা বলে না।

আপনার অনেক লেখা দেখে মনে হয়েছে আপনি আপনার সৃষ্টিকর্তা সম্মন্ধে সন্দিহান।নিজের অস্তিত্ত্ব নিয়ে ভাবুন।সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ।আর সৃষ্টিকর্তার অস্তিত্ত্ব যদি আপনি অনুভব করেন তাহলে তার ক্ষমতা বোঝার সক্ষমতা তিনিই আপনাকে দান করবেন।একজন ছাত্র যোগ-বিয়োগ না পারলে তার কাছে গনিতের অন্য বিষয়গুলো দুর্ভেদ্যই মনে হবে। তেমনটিই হয়েছে আপনার ক্ষেত্রে।নিজের সৃষ্টিকর্তাকে আগে বুঝুন।তাহলে দেখবেন আল্লাহর ক্ষমতা বোঝা আপনার কাছে সহজসাধ্য মনে হবে।তানাহলে আপনার কাছে তার ক্ষমতা সবসময় দুর্ভেদ্যই মনে হবে।

আল্লাহ আপনাকে একটা অসম্ভব গুন দিয়েছেন।সেটা হচ্ছে ধৈর্যশীল।আপনার এই গুনের প্রশংসা করতে গিয়ে এক ব্লগারের কমেন্টের "শেখের পোলা লিখেছেন : সাঈদ ভাইয়ের ধৈয্য আছে৷ ধন্যবাদ৷"প্রতিমন্তব্যে আমি লিখেছিলাম" সাইদ লিখেছেন : শেখের পোলা ভাই @ আপনাকে অনেক ধন্যবাদ।আমাদের থেকে স্বাধীনতার ধৈর্য অনেক বেশী।আমাকে কেউ যদি এমনভাবে সমালোচনা করতো তাহলে হয়তো আমি পরের দিন ব্লগ লেখা ছেড়ে দিতাম।কিন্তু স্বাধীনতাকে দেখেন।ধৈর্য কি জিনিস।এইটা স্বাধীনতার কাছ থেকে শেখার আছে।"

এই ব্লগে অনেকে আপনার সমালোচনা করে।কেউই নিজের প্রিয়জনদের বিরুদ্ধে অপমান সুলভ কথা সহ্য করতে পারেনা।সেই কাজটিই আপনি করেন এই ব্লগে।আমি আপনাকে একটা কথা বলতে পারি "বিডি ব্লগ টুডের ব্লগারদের কাছে সবচেয়ে আনন্দের দিন হবে সেইদিন যেদিন আপনি ঘোষণা দেবেন আপনি ইসলামকে কবুল করেছেন।আমার ধারণা অনেকই সেদিন আনন্দে কাদবে আপনার জন্য।যারা আপনাকে এতদিন সমালোচনা করেছে তাদের ভালবাসায় আপনিও কাদবেন।আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা এটাই হচ্ছে ইসলাম।দোআ করি আল্লাহ আপনাকে তার নিদর্শন বোঝানোর তৌফিক দিন।আল্লাহ যেনো আমাদেরকে সেই সৌভাগ্যের দিনটি দেখার সুযোগ দেন।আমিন।

আল্লাহ হাফেজ

বিষয়: বিবিধ

২৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File