বিডি টুডে ব্লগ হোক সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত !!!

লিখেছেন লিখেছেন সাইদ ২৩ জুলাই, ২০১৩, ০৭:২২:৫৮ সকাল



বিসমিল্লাহির রাহমানির রাহীম।আসসালামুআলাইকুম।

আমার ব্লগ লেখার হাতে খড়ি এই বিডি টুডে ব্লগেই। তাই বিডি টুডে ব্লগ এর প্রতি একধরনের টান প্রথম থেকেই একটু বেশী।অন্যে অর্থে বলা যায় এই ব্লগের প্রতি আমার স্বজনপ্রীতি একটু বেশিই।অনেক ব্লগারের রুচিশীল লেখা এবং মন্তব্যই আসলে বিডি টুডেতে লিখতে আমাকে অনুপ্রানিত করেছে।এইসব রুচিশীল ব্লগারদের দেশের প্রতি,ইসলামের প্রতি ভালবাসা তাদের লেখার মাধ্যমেই প্রকাশ পায়।অনেকে প্রবাস থেকেই অকৃপণ ভাবে দেশের মঙ্গল এবং ইসলামের মঙ্গলের জন্য লেখালিখি করছেন শত ব্যাস্ততার মাঝেও।শুধু ধন্যবাদ দিয়ে তাদের এই কাজকে মূল্যায়ন করতে চাইনা।আল্লাহ যেনো সততার সাথে তাদেরকে আরোও লেখার তৌফিক দেন এই দোআ করি।

আমাদের সমাজের আজকে যে অবক্ষয় তার মূলে আমাদের সততার অভাব।একথা অনস্বীকার্য যে আমাদের দেশে মানুষের মধ্যে সততা দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে।কত অবলীলায় যে মানুষ মিথ্যা কথা বলে যাচ্ছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না।সমাজের প্রত্যেকটা সেক্টরে আজ সততার অভাব স্পষ্ট।সমাজের এই অসঙ্গতি,সমাজের মানুষদেরকে সচেতন করার জন্যই ব্লগগুলোর ভুমিকা নিঃসন্দেহে গুরত্ত্বপূর্ণ।ব্লগগুলোতে সমাজের সবচেয়ে সচেতন মানুষগুলোর পদচারনায় বেশী।এই সচেতন মানুষগুলোর কাছে জমা আছে যেমন প্রবাস জীবনের অনেক অভিজ্ঞতা তেমনি দেশের অনেক অসঙ্গতির ঝুলি।একে অপরের অভিজ্ঞতা বিনিময় এবং গঠনমূলক সমালোচনা করার মাধ্যমেই ব্লগাররা সমাজের অসচেতন মানুষকে সচেতন করে তুলে,একটা ব্লগকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সাহায্য করে।

খুব কষ্ট হয় তখন যখন কিছু ব্লগার ইচ্ছাকৃত ভাবে অসততার আশ্রয় নেয়।আমাদের মতো সচেতন লোকের যেখানে দায়িত্ব ছিলো সততার সাথে একটা সুন্দর সমাজ গঠনের জন্য গঠনমূলক আলোচনা।কিছুদিন আগে মেধা চত্ত্বর নিয়ে এক সচেতন ব্লগার ভাই পোস্ট দিলেন।তার পোস্টে একজনের কমেন্ট দেখে আমি প্রথমে থ হয়ে গিয়েছিলাম।"আমিও যোগ দিতে চাই আপনাকে এই ভিড়ের মাঝে খুঁজে পাওয়ার উপায় আগে বলেন?মাথায় একখানা শাফলা ফুলের মালা বেঁধে স্লোগান দিবেন প্রস্তাব দিচ্ছি।রাজি আছে কিনা জানান" এই কমেন্ট প্রদানকারী ব্লগার ভাই প্রবাসে থাকেন। পোস্টদাতাকে উৎসাহের পরিবর্তে তাকে অত্যন্ত ধূর্ত এবং অসততার সাথে মন্তব্য করছেন।এইরকম চোখে পড়ার মতো অনেক কমেন্ট কিংবা ব্লগ হয়তো অনেক আছে।অনেকে আছেন যারা প্রকাশ্যেই বলে কয়ে অসততার আশ্রয় নিয়ে ইসলামের বিরুদ্ধে লিখে যাচ্ছেন।অন্ধ দল ভক্তির জন্য নিজ দলের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন।

আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গির ভিন্নতা হয়তো আছে,ভিন্ন বিশ্লেষণ করার ক্ষমতা আছে।অনেক ভিন্নতা থাকেলও সততার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক হওয়া উচিত। বিশ্বের এমন কোনো মানুষ নেই যে সততাকে পছন্দ করেনা।অসততাকে সবাই ঘৃনা করে।এমনকি যে অসততার আশ্রয় নেয় সেও অসততাকে ঘৃনা করে। আমার-আপনার মাঝে যতই পার্থক্য থাকুক না কেনো সততা নিয়ে আমার-আপনার মাঝে কোনো পার্থক্য নেই।এই একটি ক্ষেত্রে কি আমরা এক হয়ে বিডি টুডে ব্লগকে সততার এক উজ্জল দৃষ্টান্ত ব্লগ হিসাবে গড়ে তুলতে পারিনা?

আল্লাহ হাফেজ

বিষয়: বিবিধ

২২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File