হে রহমান হে দয়াবান
লিখেছেন লিখেছেন The Sword of Allah খালিদ বিন ওয়ালিদ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৬:০৬ রাত
হে রহমান হে দয়াবান
মন বেহাগে আজ সুরের ঘাটে ঘাটে
সাই তব গান
তোমার গুণ গাহি
তোমার দয়া চাহি
তোমার ভালবাসা
আমার চির আশা
অধম বান্দা এ যাচে ক্ষমা হে
রহীম রহমান।।
রহম আল্লাহ হে
করম আল্লাহ হে
গফুর নাম তোমার
মুয়ীন নাম তোমার
নিশার আঁধারে দিশা দাও মোরে
সীরাত দীপ্তমান।।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন