মতিঝিল "শহীদ চত্বর" থেকে আপডেট (রাত ১২টা ৩০মিনিট)

লিখেছেন লিখেছেন The Sword of Allah খালিদ বিন ওয়ালিদ ০৬ মে, ২০১৩, ১২:৪২:৩১ রাত

রাত ১২টা ৩০মিনিট

শহীদ চত্বর (শাপলা চত্বর) থেকেঃ

ঝড়ো বৃষ্টি হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমীন।

*

স্টেজে বক্তৃতা হচ্ছে। বিরামহীন স্নোগান। উজ্জীবিত তাওহিদী জনতা।

*

হাস্যোজ্বল এক শহীদ ভাই। যেন মৃত্যুর মাধ্যমে তার জীবনে পরম আকাঙ্খা পূর্ণ হয়েছে। এমনটিই বুঝা যাচ্ছে তার উদ্ভাসিত চেহারা থেকে।



হেফাজতে ইসলামের শহীদদের স্বরণে শাপলা চত্বরকে আজ থেকে "শহীদ চত্বর" ঘোষণা করা হয়েছে।

ঐ শহীদদের আর কি কি প্রতিদান দিতে পারব, তা সময়ের অপেক্ষায়।

*

বিজয়নগরের বাইতুন নূর মসজিদে অনেক ভাই আটকে আছেন, সমস্যায় আছেন। সবাই তাদের জন্য দোয়া করি, যথাসম্ভব সহযোগিতা করি।

*

শহীদ চত্বর থেকেঃ এবার ঘোষণা করা হলো লাগাতার অবস্থান কর্মসূচী করবে হেফাজত। আমীরে মুহতারাম মাওলানা আহমাদ শফী হাফিযাহুল্লাহ লালবাগ থেকেই এই কর্মসূচী ঘোষণা দেন। বিকেলে পুলিশি ব্যরিকেডে তিনি রওয়ানা হোন। কিন্তু মাঝপথে আসার পর পুলিশ জানায়, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে তার মঞ্চে উপস্থিতি মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই তিনি আজ রাত সাড়ে আটটার দিকে মোবাইলে এ ঘোষণা দেন। তিনি সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, "আমরা ঘর ছেড়ে রাজপথে নেমে এসেছি। ১৩ দফা দাবী আদায় না করে আমরা রাজপথ ছেড়ে যাবে না। প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাবো"।

তার এ নির্দেশের উপর পূর্ণ আনুগত্ব প্রকাশ করে সবাই এখন শহীদ চত্বরে (শাপলা চত্বরে) অবস্থান শুরু করেছে।

বি.দ্রষ্টব্য: মতিঝিল থেকে সরাসরি আপডেট করা হচ্ছে

সৌজন্যে: হেফাজতে ইসলাম বাংলাদেশ



বিষয়: বিবিধ

১৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File