‘বাঁশেরকেল্লা’ Vs ‘শাহবাগ চত্বর’
লিখেছেন লিখেছেন FM97 ১২ মার্চ, ২০১৩, ০৪:৪৪:২২ বিকাল
এটা আমরা সবাই জানি, একটা মানুষ ভালো কি খারাপ এটা তার চরিত্রেই ফুটে উঠে, তেমনি ফেসবুকের কোনো পেইজের মনোভাব, ভাবমূর্তিই, বস্তুনিষ্ঠতা- সেই পেইজের এডমিনের আপডেট দিয়েই বুঝা যায়। আমি সব সময়ই উভয়পাশ বিবেচনা করে চলতে চাই। উভয় পাশের কথা শুনতে চাই। তাই বিবেচনার খাতিরে গতকাল ‘শাহবাগ চত্বর’ পেইজে ঢু মারলাম। তবে হতাশ হলাম, এটা দেখে- যে ওখানকার মানুষের ভাষা চরম অশ্রাব্য, কুরুচিপূর্ণ। এমনকি এডমিনের ভাষার ধরণও উসকানিমূলক ও হিংসাত্মক। আমি জানি, অনেক সময় কমেন্ট করতে গিয়ে অনেক সমর্থক বাঁধ ভেঙ্গে মুখ খারাপ করে অশ্রাব্য ভাষায় অন্যকে আঘাত করে (যা উচিত নয়)। কিন্তু একটা পেইজের এডমিনও যদি উসকানিমূলক কাজে লেগে পরোক্ষভাবে তার সমর্থকদের উৎসাহ দেয়, সেটাকে ভালো চোখে দেখা যায় না।
তাই স্পষ্ট করে বলতে- ‘শাহবাগ চত্বর’ পেইজ অধিকাংশ সচেতন মানুষের মন জয় করতে পারে নি।
আর আমরা দেখতে পাচ্ছি, ‘বাঁশেরকেল্লা’ পেইজটি সরকারের বাকশালের রোষানলে পড়েও (দুই বার এই পেইজটাকে বন্ধ করে দেয়া হয়) এগিয়ে যাচ্ছে।
আমার এই লেখাটা কারো অন্ধ সমর্থনের উদ্দ্যেশে নয়, বরং আমরা যাতে ভালো কিছুকে ভালো বলতে শিখি, এবং নিজের যুক্তি, মন্তব্য পেশ করার সময় সংযত ভাষা ব্যবহার করি, রাগ প্রশমিত করি- সেই উদ্দ্যেশেই লিখলাম।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন