ওজু করলে মেকআপ নষ্ট হয়ে যাবে তো!!!

লিখেছেন লিখেছেন FM97 ২৩ অক্টোবর, ২০১৪, ০৭:৪৫:৩১ সন্ধ্যা

খুবই অনুশোচনার বিষয়। মুসলমানরা নামাজ না পরার ক্ষেত্রে অজুহাত খুঁজে। এক্ষেত্রে ছেলে- মেয়ে কেউ কারো চেয়ে কম নয়। তবে আজকে সেই সব মেয়ে ও তাদের পরিবার নিয়ে লিখবো- যাদের অজুহাত- “ওজু করলে মেকআপ নষ্ট হয়ে যাবে তো”!

বিয়ের দিনে ‘বউ’রা নামাজ না পরার ক্ষেত্রে কিংবা (তাদের ভাষায়) নামাজ কাযা করার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা রাতে হলেও; স্বনামধন্য পার্লারে দুপুর থেকে সিরিয়াল দিতে হয়। পারলে আগে থেকে অ্যাপয়েনমেন্ট নিয়ে রাখতে হয়। এদিকে পার্লারের ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে কিংবা সাঁজতে সাঁজতে আসর- মাগরিব চলে যায়। তবে বউ ও তার পরিবারের মধ্যে এই অনুভূতি কাজ করে না যে, “আমাদের নামাজ পড়তে হবে”। তাদের মনোভাব এমন যে- “কাযা তুলে নিবো”! তাই প্রশ্ন করতে ইচ্ছে হয়-কাযা কি জিনিস? যেখানে সময় মতো নামাজ পড়ার নির্দেশনা রয়েছে? “…নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্য মু’মিনদের ওপর ফরজ করা হয়েছে” (সূরা নিসা, আয়াত-১০৩)।

এদিকে তাদের এমন মনোভাবের কারণে নারী সমাজের চিত্র পরিবর্তন হচ্ছে না। তা নাহলে বিউটি পার্লারেই ইসলামের সৌন্দর্য ফুটে উঠতো। একযোগে বউ+ বঊ এর সাথীরা নামাজ পড়া শুরু করলে পার্লার কর্মীসহ সেখানে আসা অন্যান্য নারীরাও নামাজের গুরুত্ব বুঝতেন। অথচ, সেই মনোভাব তো আমাদের মধ্যে কাজ করছেই না বরং আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ’র আদেশকে অমান্য করে। সুতরাং রহমত নাজিল হবে কি করে?

এদিকে বউ হোক কিংবা আমরা যখন সেজেগুজে কোনো পার্টিতে বা কোনো আত্মীয়’র বাসায় যাই তখন নামাজ না পড়ার পিছনে যুক্তি দিয়ে বলি- ‘ওজু করলে মেকআপ নষ্ট হয়ে যাবে তো’! যদিও মেকআপ করার আগে ওযু করে নিলেই তো হয়। মেকআপ ধুয়ে যাওয়ার চিন্তা থাকবে না। আর সময় মতো নামাজও পড়ে নেয়া যাবে।

সবশেষে, নামাজ হচ্ছে ঈমান থাকা না থাকার মাপকাঠি। সুতরাং, আমরা যারা নিজেদের মুসলমান বলে থাকি- আশা করি ঈমানদার (বিশ্বাসী) হওয়ার চেষ্টা করবো।

বিষয়: বিবিধ

১৬৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277535
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মেকআপ বলেন আর বিউটি পার্লার বলেন ওগুলোর তো মুসলমানদেরকে নামাজ থেকে সরিয়ে নেয়ার জন্যেই এদেশে আগমন.....
ওদের আগমন স্বার্থক বলা যায় ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:১২
221469
FM97 লিখেছেন : বিউটি পার্লারে গেলে কিংবা মেকআপ করলে নামাজ পড়া যাবে না এমনটা নয়।
277547
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হায়রে বাঙালি
আসলটা ভুলে তুই নকলটা নিলি তুলি
277569
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৮
সুশীল লিখেছেন : Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor
277570
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫২
আফরা লিখেছেন : জী আমি একজনকে চিনি সে নিয়মিত নামাজ পড়ে বাসায় কিন্তু কোথাও বেড়াতে গেলে মেকাপ নষ্ট হয়ে যাবে তাই নামাজ পড়ে না । বলে বাসায় যেয়ে পড়ব ।

ভাল লেখা ধন্যবাদ ।
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪১
221662
FM97 লিখেছেন : হ্যা, কিছু মেয়েদের এমন স্বভাবটা বদলানোর জন্যই এই লেখা :-)
277583
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেকআপ টার দরকার কি সেটাই তো বুঝিনা!!!
বিশ্রি চেহোরা মেয়েরা নেকাবের আড়ালে লুকায় না মেকআপের আড়ালে!!!
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪২
221663
FM97 লিখেছেন : স্বামীর সামনে সাজলে সমস্যা কি?
সাজতেই পারে!
277760
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার কথা হোল মেকাপ করতে হবে কেন? দ্বিতীয় কথা হোল সেটা যদি করতেই হয় তাহলে জনসমক্ষে দেখাতে হবে কেন? তৃতীয় কথা হোল সেটা পার্লারে গিয়ে করতে হবে কেন? শেষ কথা হোল, জীবনের যে মূহূর্তে আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তখন এই সামান্য জিনিসের জন্য আল্লাহকে ভুলে যেতে হবে কেন?
প্রশ্নগুলো আপনাকে নয় আপু, যারা করে তাদের জন্য।
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৭
221664
FM97 লিখেছেন : ১/ স্বামীর সামনে করলে সমস্যা নেই।
২/ মেয়েদের নিজেদের নিয়ে সচেতনতার প্রয়োজন, তারা কেনো নিজেদের সৌন্দর্য সবার সামনে বিলিয়ে দিবে?
৩/ পার্লারে না গিয়ে বাসায় সাজলেই ভালো। তবে অনেকে আছেন যারা সাজাতে পারেন না। আর বিয়ে একটা হেভি লুক না দিলে অনেকে ফকির বলে। আর দেখা যাবে- খোদ স্বামীও বলে উঠবে (মনে মনে)-আমার বউরে ফকির লাগে ক্যা? আসলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। অনেকে ছোট-খাট পার্টি থাকলেও পার্লারে যায়- যেটাকে অপচয় বলে মনে হয়। আর মানুষকে মূল্যায়ন দেয়া উচিত, তার ড্রেস, মেকআপকে নয়।
৫/ একমত। কখনো আল্লাহকে ভুলতে নেই।
উত্তর গুলো আপু, আপনাকে নয়- যারা জানতে ইচ্ছুক তাদের জন্য :-)
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৯
221802
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File