পরের মেয়ে কি মনরঞ্জনের বস্তু? পর্ব-২

লিখেছেন লিখেছেন FM97 ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৭:৫৫ বিকাল

পর্ব-১

এদেশে সুন্দরী প্রতিযোগীতা নতুন কিছু নয়। তবে যেসব সচেতন মানুষ এ আয়োজনকে ঘৃণা করে- তারা কি পারছে সম্প্রচার বন্ধ করতে? দায় থেকে মুক্ত কি আমরা? আমাদের নিরবতা ও মিন মিনে স্বভাব ওদের সাহস এই পরিমাণে জুগিয়েছে যে দিন দিন যেনো নিঃলজ্জতা বেড়েই যাচ্ছে। তাহলে কেনো ভূয়া নারী নির্যাতনের কথা তুলি? পয়সা পাওয়ার জন্য যদি নারীরা অর্ধউলঙ্গ হয়ে যায়, তাদের পরিবার পিছন থেকে উৎসাহ জোগায় কিংবা আয়োজকেরা বাহবা দেয়- জাতির বিবেকের মৃত্যু তো সেখানেই ঘটে যায়।

কি দরকার রাষ্ট্রের তথাকথিত সমাজকর্মী কিংবা প্রতিষ্ঠিত ব্যক্তিদের মন্তব্যের? যেখানে তারাই আমাদের বিভ্রান্ত করছে প্রতিনিয়ত? যেখানে রাষ্ট্রের হাইকমান্ডেরই বিবেক নষ্ট! বিলবোর্ড- পোস্টার- টিভি- সর্বত্র নারীর সৌন্দর্য নিয়ে ব্যবসা দেখলেও যারা অনুভূতিহীন, তাদের বেলায় ধরেই নিলাম-এরা মেয়েদের জীবন নিয়ে উদাসীন। সুতরাং সাক্ষাৎকার নিবো কার? বরং তাদের মুখের ওপর বলা উচিত- “দুঃখিত আপনার একমুখী সমাধান অগ্রহণযোগ্য- তাই, অপ্রকাশযোগ্য!” কিন্তু তেমন তেজ আসবে কোত্থেকে যেখানে সবাই টাকার কাছে বিক্রি-অনৈতিক মনোভাব ও স্বভাবে লিপ্ত?

প্রশ্ন তুলতে ইচ্ছে হয় না প্রোগ্রামের আয়োজকদের নিয়ে। চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহেব উনার জিপিএ-৫ পাওয়া মেয়ের সাথে ছবি তুলে উজ্জ্বল ভবিষ্যতের জানান দেন, পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপান- তা, আরো মেয়েদের ভবিষ্যত কে দেখবে? নাকি পরের মেয়েরা মনরঞ্জনের বস্তু? খারাপকে যদি ভালোই বলে মনে হয়- তাহলে আপনার মেয়েকেই সেই একই রূপে হাত কাটা, হাটু দেখানো, বড় গলার ড্রেসে স্টেজে নামান। কি? পারবেন? নিজের মেয়েকে সেই অবস্থায় দেখতে? তাহলে কি সাহসে, আমাদের সম্মান নিয়ে খেলেন?

হ্যা, আপনাদের নোংরা খেলায় হয়ত নিরবে সাহস দিয়ে যাচ্ছি আমরাই এবং আমাদের পরিবাররাই। যারা মনে করছি- “আমি সেফ সাইডে থাকলেই হলো। যারা খারাপ তাদের পরিণতি খারাপ হবে। আমি ভালো”- থামুন! থামুন! তা, আপনি ভালো এটা বুঝলেন কিভাবে?- যেখানে আপনি অপরাধ দেখে সহ্য করার অপরাধে দুষ্ট। সুতরাং বিবেককে জাগান, পরিবারকে বার্তা দিন। আশা রাখি- মেয়েরাই আন্দোলনের ক্ষেত্র সৃষ্টি করবে এবং এই নোংরা আয়োজন বন্ধ করবে…

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267558
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
নিউজ ওয়াচ লিখেছেন : Love Struck Love Struck Love Struck
267592
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
আবু সাইফ লিখেছেন : আপনি ভালো এটা বুঝলেন কিভাবে?-
যেখানে আপনি অপরাধ দেখে সহ্য করার অপরাধে দুষ্ট।
Thumbs Up Thumbs Up Rose

জাযাকাল্লাহ.. Praying Praying
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৮
212075
FM97 লিখেছেন : dhonnobad...Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File