বছরে ১৬০০০ কোটি যাকাত!!

লিখেছেন লিখেছেন FM97 ১৪ জুলাই, ২০১৩, ১০:১৭:১৪ সকাল

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট অব বাংলাদেশ এর মতে, “বাংলাদেশে যে পরিমাণ যাকাত দেয়ার যোগ্য সম্পদশালী মানুষ রয়েছেন তাদের কাছ থেকে বছরে ১৬০০০ কোটি যাকাত আদায় করা যাবে যা দিয়ে বলিষ্ঠভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব”।

সমস্যা হচ্ছে আমরা অনেকেই যাকাতের মর্ম উপলব্ধি করে সঠিকভাবে যাকাত দেই না। অনেকে ৫-১০ টাকা করে ফকিরকে দিয়ে মনে করেন- আমার দায়িত্ব শেষ। তবে এভাবে ভিক্ষাবৃত্তিতে সহায়তা না করে একটি পরিবারের কর্তাকে সাবলম্বি করে দেয়ার কথা চিন্তা করুন, হতে পারে তাকে কোনো কাজ দিয়ে, কোনো দোকানে বসিয়ে, রিকশা/ভ্যান দিয়ে,

ঘরের মহিলাদের সেলাই মেশিন দিয়ে বা তাদেরকে বুয়ার কাজ দিয়ে।

হতে পারে, আপনার গ্রামের ক্ষেতে কাজে লাগিয়ে,

কিংবা পার্বত্য অঞ্চলে যেখানে মানুষের দারিদ্রতাকে পুঁজি পূর্বক বাধ্য করে খ্রিস্টান বানানো হচ্ছে, তাদের মোকাবেলায় মুসলিম মিশনারীদের টাকা দিয়ে।

অনেক সংগঠন আছে যারা টাকার অভাবে মহৎ কাজ করতে পারছেন না, তাদেরকে দিতে পারেন।

কোথাও টিউবওয়েল কিংবা স্বাস্থ্যকর টয়লেট নেই, আপনি না হয় উদ্দ্যোগ নিয়ে করে দিলেন।

এভাবে যাকাত দিয়ে আগামী সুন্দর সমাজ গঠনের দিকে এগিয়ে আসা যায়।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File