মেয়েরা যখন 'কামুক' চরিত্রে...
লিখেছেন লিখেছেন FM97 ০৮ জুলাই, ২০১৩, ০৩:৫১:৩২ দুপুর
উপরের ছবিতে kool deo talc এর বিজ্ঞাপনে একটা মেয়েকে এমন ‘কামুক’ চরিত্রের ভঙ্গিমায় দেখে অনেকের কাছে আনন্দ লাগলেও বা এটা বিজ্ঞাপন জগতের হালের ফ্যাশন মনে হলেও- এই মেয়েটির জায়গায় নিজের জন্মদাত্রী মা’কে নিশ্চয়ই এমনভাবে আমরা মেনে নিতে পারবো না। তাহলে এই মেয়েটার প্রতি এমন অন্যায় কেনো? এটা কি নারী অধিকার হরণ নাকি অর্পণ?
বিজ্ঞাপন জগতে নারীকে অর্ধউলঙ্গ করে,পণ্য হিসাবে,গোপনীয়তাকে প্রকাশ করে উপস্থাপন নতুন কিছু নয়। এর জন্য দায়ী যেমন অ্যাড ফার্ম, তাদের খারাপ আইডিয়া, তেমনি দায়ী অর্থের লোভে বিক্রি হওয়া এসব মেয়ে মডেলগুলো।
এবার সচেতন নারী সমাজের ভাবতে হবে,তারা কি চান? নিজের মান-মর্যাদা রক্ষা করে এসব মাল্টিন্যাশনাল কোম্পানীর বেহায়া অ্যাড ফার্মগুলোকে চপেটাঘাত করবেন নাকি নিজেকে তাদের সামনে বিলিয়ে দিবেন?
বিষয়: বিবিধ
৩১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন