শুধু দোয়া করেই ক্ষান্ত থাকবেন?

লিখেছেন লিখেছেন FM97 ২২ মে, ২০১৩, ০৯:১৭:২২ সকাল



শ্রদ্ধেয়, মাওলানা আহমদ শফী সাহেব! হ্যা, আপনাকেই বলছি। আপনারা বার বার সরকারকে বলেছিলেন-আমরা নির্দলীয়, অরাজনৈতিক- ধর্মীয় খেদমতে এসেছি। হ্যা, সত্যি বলেছেন। তবে, আপনাদের এরূপ বক্তব্যে অসৎ, বেঈমান সরকার আপনাদের রেহাই দিয়েছে? দেয় নি। “ওরা কোনো ঈমানদারের ব্যাপারে আত্মীয়তার বা অঙ্গীকারের ধার ধারে না” (সূরা তওবা, ৯:১০)। ওরা যে, আপনাদের বিনয়কে দীনতা বিবেচনা করে আরো উদ্ধত ও আরো মারমুখী হয়ে উঠেছে। আর এখনতো পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আপনাদের নেতাকর্মীদের ধরছে। রিমান্ডের নিচ্ছে। মিথ্যা মামলায় রিমান্ড নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে স্তব্ধ করার এটাই যেন সরকারের শেষ অস্ত্র। দূর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমে আজ দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে অথচ আপনি শুধু দোয়া করেই ক্ষান্ত? বেদ্বীন পুতুল সরকারের সামনে জায়নামাজে সিজদা ও দোয়া করার ক্ষমতা পেয়েই কি শান্ত হয়ে গেলেন? আল্লামা ইকবাল পরম আক্ষেপ ও ক্ষোভের সাথেই বলেছিলেনঃ “মোল্লা কো জাব মিল গায়ি সাজদে কি ইজাযাত/ নাদান নে সামাঝ লিয়া কে হিন্দ মে ইসলাম হ্যায় আযাদ”! অর্থাৎ, মোল্লা যখন পেয়ে গেলো সিজদা দেয়ার অনুমতি, হিন্দুস্তানে ইসলাম আযাদ ভাবলো সরলমতি”।

আগে তো সমাবেশ করার অনুমতি পেয়েছেন, পরবর্তীতে ঘর থেকে বের হওয়ার অনুমতি পাবেন কিনা- তা ভেবে দেখেছেন? নাকি, তখনও শুধু দোয়াই করবেন। প্রকৃতপক্ষে ইসলামকে ভালোবাসলে, এই জালিম, সৈরাচারী, নাস্তিকদের আশ্রয়দাতা সরকারের কুকর্ম বন্ধে, নিজেদের সকল নেতাকর্মীর রিমান্ডে যাওয়ার আগেই বাস্তবতা বুঝে পদক্ষেপ নিন।

collected

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File