আর এখানেই পার্থক্য শাহবাগীদের সাথে হেফাজতের
লিখেছেন লিখেছেন FM97 ০৫ মে, ২০১৩, ১১:২০:১৪ সকাল
রাত প্রায় ৪টা থেকে মুষলধারে বৃষ্টি দেখে ভাবছিলাম…অবরোধ সফল হবে কি? ফজরের পরই তাদের অবস্থান নেয়ার কথা, অথচ থেমে থেমে বৃষ্টি। অপেক্ষা নিউজ আপডেটের।
বিষ্ময়কর! এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হয়েও হাজার হাজার (যা এখন লাখে পরিণত হয়েছে) হেফাজত নেতা কর্মীদের অবস্থান। এ কিসের শক্তি? যার কাছে হার মেনেছে প্রতিকূলতা? নিঃসন্দেহে এটা ঈমানের শক্তি। আর এখানেই পার্থক্য শাহবাগীদের সাথে হেফাজতের। এখনও মনে আছে। শাহবাগের চলমান আন্দোলনের এক দিন বৃষ্টি হওয়ায় ভাটা পড়েছিলো তাদের আন্দোলনে, রাস্তা ফাকা-সবাই সেল্টারের খোঁজে। অথচ আজকের বৃষ্টি যেন হেফাজতীদের মনোবলকে আরো দৃঢ় ও শক্তিশালী করেছে।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন