যারা লংমার্চে অংশগ্রহণ করছেন না ...

লিখেছেন লিখেছেন FM97 ০৬ এপ্রিল, ২০১৩, ০৮:৫৯:১৯ সকাল

এখনো যারা আজকের লংমার্চে অংশগ্রহণের নামে বিভিন্ন অজুহাত দেখিয়ে, একটা শান্তিপূর্ণ ও ধর্মীয় সমাবেশকে বিভিন্ন মতের ও দলের সাথে সম্পৃক্ত করে, একজন মুসলমান হয়ে নিজের প্রকৃত দায়িত্ব ভুলে পিছনে পড়ে আছেন তারা নিচের হাদিসটি উপলব্ধি করে দেখেছেন কি?

আনাস রাঃ বললেন, আমাদের নিকট নবী সাঃ হাদিস বর্ণনা করেছেন যে, ক্বিয়ামতের দিন মানুষ সমুদ্রের ঢেউয়ের মত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে। তাই তারা নিজেদের ব্যাপারে আল্লাহর নিকট সুপারিশের জন্য প্রথমে আদম আঃ, এরপর ইবরাহীম আঃ, পরে মুসা আঃ এর কাছে যাবেন। তবে নবীগণ নিজেদের অপারগতার কথা প্রকাশ করবেন। শেষে লোকেরা ঈসা আঃ এর কাছে যাবে। তিনিও নিজের অপারগতা প্রকাশ করে তাদেরকে মুহাম্মাদ সাঃ এর কাছে যাওয়ার কথা বলবেন। শেষে তারা নবীজির সাঃ কাছে গেলে, তিনি আল্লাহ’র প্রশংসা বাক্য উচ্চারণ করে আল্লাহ’র সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন- ‘হে মুহাম্মাদ! মাথা উঠাও। তুমি বল, তোমার কথা শোনা হবে। চাও, দেয়া হবে। সুপারিশ করো, গ্রহণ করা হবে’। তখন নবীজি সাঃ এর সুপারিশে যাদের হৃদয়ে যবের পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়া হবে। এরপর আবার তিনি একই উপায়ে আল্লাহ’র নিকট সুপারিশ করায়, আল্লাহ তার অসীম অনুগ্রহে যাদের এক অণু বা সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়া হবে, শেষে নবীজি সাঃ আরেকবার আল্লাহ’র নিকটে নিজের উম্মাতের জন্য সুপারিশ করলে, আল্লাহ বলবেন- “যাও, যাদের অন্তরে সরিষার দানার চেয়েও অতি ক্ষুদ্র পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আন”। নবীজি সাঃ তাই করবেন। (সংক্ষিপ্ত আকারে প্রকাশিত, বুখারি হাদিস-৭৫১০)

সুতরাং, হে মুসলমান জাতি, হে নবী সাঃ এর উম্মাত, তোমরা কি জাগবে না? যে আল্লাহ’র অনুগ্রহ ও নবীজীর সুপারিশ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে- সে আল্লাহ ও রাসূলকে যেভাবে নোংরা ভাষায় অপমান করা হয়েছে, তার জন্য কি আমরা প্রতিবাদ করবো না? একত্রিত হয়ে লংমার্চে যাবো না? তাহলে কিয়ামতের দিন আমরা কি করে আমাদের প্রতিপালকের সামনে নিজেদের মুখ দেখাবো?

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File