টুডেতে আমার প্রথম পোস্ট

লিখেছেন লিখেছেন কে বা কারা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:০৬:৪০ বিকাল

বিজ্ঞাপন আগেই দেখেছিলাম; তবে রেজিস্ট্রেশন করলাম কিছুক্ষণ আগে। আমি তো ঢুকে অবাক। এই মুহূর্তে সামহোয়্যারইনব্লগে ৫২০ জন ব্লগার ও ১৭৯৬ জন ভিজিটর (২২৬ জন মোবাইল থেকে) আছেন; আর টুডেতে আছেন ১৪০ জন ব্লগার এবং ১৫৮৪ জন ভিজিটর। নতুন একটা ব্লগের এরকম সাফল্য সত্যিই প্রশংসার্হ। আমি এখনো এই ব্লগের বিস্তারিত জানি না; তবে সামুর মতো কোনো গালাগালি চোখে পড়েনি। গালাগালি, খিস্তিখেউড়, আক্রমণাত্মক কথাবার্তা—এগুলো সৃষ্টিশীল এবং নতুনদের মধ্যে ভয়-বিরক্তি ঢুকিয়ে দেয়; তারা আর এগুলোর কারণে অগ্রসর হন না।

টুডেব্লগের সাফল্য কামনা করছি।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File