আমি কি আমার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধরবো?
লিখেছেন লিখেছেন উড়োজাহাজ ০২ মার্চ, ২০১৩, ১১:০৫:২৬ রাত
সরকার দেশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরী করেছে তাতে আর বেশী দিন চুপ করে থাকা যাবে না মনে হয়। এই যুদ্ধ যদি আরো খারাপ আকার ধারণ করে তাহলে আমার মতো নিরীহ প্রাণীরা হয়তো আত্নরক্ষার স্বার্থে কয়েকজনকে কামড় মেরে নিজে মরে যাবে। অথবা তার আগেই নিরীহ পথচারীর মত পুলিশের হাতে ধরা খাবে কিংবা অজান্তেই গুলি-বোমার আঘাতে অক্কা পাবে। নিরীহ প্রাণীদেরতো আল্লাহ ছাড়া আর কোন আশ্রয় নেই। শুধু ফরিয়াদেতো কাজ হচ্ছে না।
কি দরকার এ ধরণের ভ্রাতৃঘাটি সংঘাতের? সরকারের উচিত দ্রুত একটা শান্তিপূর্ণ সমাধান করা। প্রহসনের বিচার বন্ধ করা। বর্তমানে রাজনীতি একটা নাবালক ছেলেও বুঝে। সাঈদীর বিচার যে একটি সাজানো নাটক এটি খোদ আওয়ামীলীগাররাও জানে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা অন্ধ হয়ে আছেন। বিবেকের কাছে হার মেনেছেন। সংঘাত চাইনা, শান্তি চাই। কাউকে ফাঁসি দেওয়ার দরকার নেই। শুধু জামাত আর তার দলের নেতাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক।
বিষয়: রাজনীতি
৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন