প্রভু একটা কিছু কর। আর চুপ করে দৃশ্য দেখতে থেকোনা।

লিখেছেন লিখেছেন উড়োজাহাজ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫০:৪১ রাত

কিছুই ভাল লাগেনা। কি হয়েছে এই দেশটার। কি হবে সামনে। কেন দেশে এমন হিংস্র রাজনীতি। প্রভু, দেখ সরকার দেশের কর্তৃত্ব পেয়ে কি তান্ডব চালাচ্ছে। সন্ত্রাসী, মাস্তানদেরকে জেল থেকে ছেড়ে দিয়ে আলেম সমাজ আর ভাল মানুষগুলোকে গুলি করে মারছে। তাদেরকে জেলে পুড়ে নির্যাতন করছে সরকার। এসব হিংস্রতা, পাশবিকতকার শেষ কবে হবে? প্রভু আর ভাল লাগেনা। একটা কিছু কর। জালিম শাহী থেকে মুক্তি দাও। আর চুপ করে থেকোনা। তোমাকে বিশ্বাস করেছি দৃঢ়ভাবে। তুমি আছো। তুমি ছিলে। তুমি থাকবে অনন্তকাল। বিশ্বজগত এবং আমাদের জানার বাইরের জগত তথা সকল কিছুর মালিক তুমি। আর ছোট্ট একটু ভূখন্ডের কতৃত্ব পেয়ে তোমার অকৃতজ্ঞ কিছু বান্দা দেখ কি তান্ডব শুরু করেছে। জানি, তুমি যা কর তা আমাদের ভালর জন্যই করে। তুমি চাও আমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসেবে কবুল করতে। আর চাও যারা নিজেদেরকে মুমিন বলে তাদের মধ্য থেকে প্রকৃত মুমিনদেরকে বের করে আনতে। তুমি দেখতে চাও কারা লড়াই চালিয়ে যায় ধৈর্য্য সহকারে। প্রভু, সূর্য নামক সবচেয়ে পাওয়ারফুল বাতির মালিক তুমি। যার মাধ্যমে তুমি এই বিশ্বজগত আলোকিত কর। তোমার কাছে ফরিয়াদ, তোমার হেদায়েতের আলোয় আলোকিত কর এই ক্ষুদ্র ভূখন্ডকে। সর্বশেষ একটি কামনা, আমাকে মুনাফিকের খাতায় রেখোনা। খাঁটি মুমিন, যারা জান্নাতে যাবে, তাদের তালিকায় আমার নামটি রেখো।

বিষয়: রাজনীতি

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File