বাদশাহ হারুনুর রশিদ ও ইমাম মালেক

লিখেছেন লিখেছেন জাকির ১৯ জানুয়ারি, ২০১৪, ০৭:১৪:২২ সন্ধ্যা

বাদশাহ হারুনুর রশিদ মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্যে মদীনা মুনায়ারায় এসেছেন।সেখানে ইলমে দীন শিক্ষাদানে মগ্ন এক শিক্ষকের দিকে দৃষ্টি পড়ল।তিনি ছিলেন ইমাম মালেক(রহ)।ইমাম মালেকের কাছে এসে হারুনুর রশিদ বললেন-আমার মন চায় আপনার কাছে থেকে ইলমে দীন শিখতে।আপনি কি আমার ঘরে এসে আমাকে ইলমে দীন শিক্ষা দিতে পারবেন?উত্তরে ইমাম মালেক (রহ) বললেন-হে হারুন!ইলম কারো নিকট যায় না;বরং ইলমের কাছে আসতে হয়।হারুনুর রশিদ বললেন-হে হিজরার ইমাম! আপনি ঠিকই বলেছেন।আমি শিঘ্রই মসজিদে নববীতে আপনার ছাত্র হব।ইমাম মালেক বললেন আপনি যদি আসতে দেরি করেন তাহলে মসজিদে বিদ্যমান ছাত্রদের ভেদ করে সামনে আসার অনুমতি নেই।হারুনুর রশিদ বললেন আপনার নির্দেশ মাথা পেতে নিলাম।পরদিন আসরের পর ইমাম মালেক পড়ানোর সময় হারুনুর রশিদের দিকে দৃষ্টি পড়ল ।দেখলেন হারুনুর রশিদ চেয়ারে বসে আছেন,তখন ইমাম মালেক আলোচনার মোড় পাল্টিয়ে বললেন-রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা নত হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন,আর যে অহংকার করে আল্লাহ তাকে নাঞ্চিত করেন।হারুনুর রশিদ কথাটি বুঝতে পেরে চেয়া সরিয়ে নিচে বসে পড়লেন।

বিষয়: বিবিধ

১৫১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164518
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : এই বাস্তবতা এখনো কওমী মাদ্রাসায় বিদ্ধমান , ছাত্ররাই ওস্তাদের কাছে এসেই দরস নেন , ধন্যবাদ
164553
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
হককথা লিখেছেন : ধন্যবাদ, ঐতিহ্য স্মরণ করিয়ে দেবার জন্য।
164710
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই লেখাটা ২ বার হয়ে গেছে।
164973
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৭
জাকির লিখেছেন : সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।আর হ্যা লেখা দুইবার আসার জন্য দুঃখিত।এডিট করে দিয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File