তিনি নেই!!
লিখেছেন লিখেছেন জাকির ০২ জুন, ২০১৩, ১০:০৪:১৯ রাত
অসাধারন এক আখলাকের মানুষ।সবসময় ইসলাম নিয়ে চিন্তা।কি করে মানুষকে পাপ কাজ থেকে ইসলামের দিকে আনা যায়।ইউনিভার্সিটির পড়া শেষ করে মাদ্রাসায় ভর্তি হবেন।থানভী(রহঃ) এক খলিফা আব্দুল গনি ফুলপুরি(রহ), তাকে খুব ভাল লাগে তাই ফুলপুরী(রহ) এর কাছে বায়াত হলেন।এবং তার সোহবতে থেকে পড়াশোনা করলেন।১৭ বছর তার সোহবতে থেকেছেন এরই মাঝে ফুলপুরী(রহঃ) ইন্তেকাল করলেন।তার কাছে থাকাকালিন কঠোর মোজাহাদা করতেন।তিনি নিজে বলেন আমি ১৭ বছর জীবনে সকালের নাস্তা করি নাই।ফুলপুরী(রহ) দুপুরে করতেন তাই আমিও করতাম।তার পর বায়াত হলেন আবরারুল হক(রহ) এর কাছে।পাকিস্তানের দাওয়াতুল হকের আমীর হিসেবে তাকে নিজুক্ত করা হয়।দুনিয়াজোড়া তার দীনী খেদমত চলতে থাকলো।সবসময় এসলাহের দিকে ডাকতেন মানুষকে।হাজার মানুষ পাপ কাজ ছেড়ে নেকের দিকে ঝুকতে লাগলো।বাঙ্গলাদেশে তার অনেক খলিফা,ভক্ত ও মুহাব্বতের মানুষ আছে।সেই এত মুহাব্বতের মানুষ হাকিম মুহাম্মদ আখতার(দা।বা) আজ (রহ ) হয়ে গেলেন।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।আমিন
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন