অব্যক্ত আখাংকা

লিখেছেন লিখেছেন ান্নি চৌধুরী ০১ মার্চ, ২০১৩, ০৪:৫০:৫২ বিকাল

আমি প্রতিবাদী হতে চাইনি,

শান্তিবাদী হতে চেয়েছিলাম।

আমি অরাজকতা চাইনি,

সোনার দেশ চেয়েছিলাম।

আমি রক্তে ভেজা রাজপথ চাইনি,

সবুজ মেঠোপথ চেয়েছিলাম।

আমি হীন বিদ্বেষ চাইনি,

একতা চেয়েছিলাম।

আমি কখনোই মিথ্যাচার চাইনি,

সত্য ও সুন্দর চেয়েছিলাম।

আমি ক্ষমতার পূজারী চাইনি,

নিষ্টাবান দেশপ্রেমিক চেয়েছিলাম।

আমি দুষ্টের পালন চাইনি,

শিষ্টের সম্মান চেয়েছিলাম।

আমি বাক স্বাধীনতার হরণ চাইনি,

অত্যাচারীর শাস্তি চেয়েছিলাম।

আমি স্বৈরাচারীতা চাইনি,

সহমর্মিতা চেয়েছিলাম।

আমি বিচারের নামে প্রহসন চাইনি,

নিরপেক্ষতা চেয়েছিলাম।

আমি ক্ষমতায় বসা রাজাকার দেখতে চাইনি,

উপযুক্ত ব্যাক্তি চেয়েছিলাম।

আমি ভিলেন হতে চাইনি,

দুর্নীতিবাজের বিচার চেয়েছিলাম।

আমি আরেকটা যুদ্ধ দেখতে চাইনি,

সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম।

আমি মানুষ নামের জানোয়ার দেখতে চাইনি,

বিবেকবান জাতি চেয়েছিলাম।

আমি মানুষ খেকো নিরাপত্তা প্রহরী চাইনি,

জনগণের বন্ধু চেয়েছিলাম।

আমি জবাই করো মানুষ মারো শ্লোগান চাইনি,

মানুষ মানুষের জন্য চেয়েছিলাম,

আমি দেশ গড়ার মূর্খ কারিগর চাইনি,

সুশিক্ষিত শালীন শিক্ষাগুরু চেয়েছিলাম।

আমি লাশ নিয়ে পৈশাচিক নৃত্য চাইনি,

একটুখানি মানবতা চেয়েছিলাম।

আমি মাজলুমের অশ্রু হতে চাইনি,

আনন্দের সাথী হতে চেয়েছিলাম।

আমি দেশকে কলুষিত দেখতে চাইনি,

কাব্যের মতো করে চেয়েছিলাম।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File