আমি রাজাকার, তুই রানী কার?

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ মার্চ, ২০১৩, ০৪:৪৫:৪৬ বিকাল

মরছে কারা? রাজাকার

মারছেন কে? রানীকার!

ও নিরাকার, রানীকার!

আরও কি দরকার রক্ত তোমার

শ্যাম্পেন সূধা গিলবে বলে

ছলে বলে কলে কৌশলে

বুঝেও একথা বুঝবে না তুমি,

বুঝতে ঠিকই মানুষ হলে!

বিজিবি দিয়ে মানুষ মারাও

ঠোল্লা দিয়ে গোপন করাও

জিরো টলারেন্স নির্দেশ দাও

চত্ত্বরে চত্ত্বরে প্রজন্ম বসাও!

আরও একবার ক্ষমতায় থাকার

জন্য, বল জঘন্য কয়টি লাশ দরকার!

ও রানীকার, নিরাকার!

শত- শত বুক খালি করে তোমার আছে কোন বিকার?

পাকছে মাথার চুল, করছো হাজার ভুল!

সাজান টকশোতে ডিসকাশন ভুল

চামাচাদের পয়:নিষ্কাশন ভুল

পারমুটেশন ভুল, কম্বিনেশন ভুল

মরণখেলায় নেমে মেরে যাচ্ছো গুল!

মানুষ মারার খেলা

রক্তের হোলি খেলা

খেলছে তাবেদার সরকার

ও রানীকার, নিরাকার!

আর কতটি লাশ দরকার?

তোমার বোতল হয়নি খালি

তুমি সেজেছো পাষাণ কালি!

ও রানীকার, নিরাকার!

আর কতটি লাশ দরকার?

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File