ফাঁসি চাই! ফাঁসি চাই!! ফাঁসি চাই!!!
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ২২ মার্চ, ২০১৩, ০৪:২৯:৩২ রাত
"হে জাতির বিবেকবান সন্তানেরা!
আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্খী"
হে নতুন প্রজন্মের তরুণ যুবকেরা!
হে মুসলিম নর-নারী মা ও বোনেরা!
যদি জন্মের সময় তোমার কানের কাছে আযান
হয়ে থাকে,
যদি তোমার নামের শুরুতে মুহাম্মদ যুক্ত
হয়ে থাকে,
যদি ইসলামী নামেই তোমার পরিচয় হয়ে থাকে,
যদি তোমার জন্মের
সানন্দে আক্বীকা হয়ে থাকে,
যদি তোমার মুখের প্রথম শব্দ ‘আল্লাহ’
হয়ে থাকে,
যদি কোনদিনও তুমি কালেমা পাঠ করে থাকো,
যদি ইসলাম দ্বারা তোমার ধর্মের পরিচয়
দিয়ে থাকো,
যদি মুহাম্মদকে (সা.) তোমার নবী বলে স্বীকার
করে থাকো,
যদি কোনদিনও আল্লাহর
কাছে মাথা নুইয়ে থাকো,
যদি একবারও মসজিদের বারান্দায়
পা রেখে থাকো,
যদি একবারও তোমার আত্মীয়ের জানাযায় শরীক
হয়ে থাকো,
যদি একবারও বিপদে পড়ে আল্লাহর কাছে হাত
তুলে থাকো,
যদি সত্য-মিথ্যার তফাৎ তুমি একটুও বুঝে থাকো,
যদি আখেরাতের হিসাব নিকাশের সামান্য ভয়ও
করে থাকো,
যদি অপরাধকে তুমি অপরাধ বিবেচনা করে থাকো,
যদি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তুমি সোচ্চার
হয়ে থাকো,
যদি চোর-জোচ্চর আর লম্পটদের
তুমি ঘৃণা করে থাকো,
যদি দুর্নীতির বিরুদ্ধে তুমি তোমার কণ্ঠ
মাতিয়ে থাকো,
যদি মুসলমানের একটি ভোটেও তুমি ক্ষমতায়
বসে থাকো,
যদি তুমি পশু
থেকে নিজেকে আলাদা ভেবে থাকো,
যদি কোনদিন আল্লাহর নামে তাকবীর
দিয়ে থাকো,
যদি মুসলমানের রক্ত তুমি ধমনীতে বয়ে থাকো,
যদি লাল সবুজের পতাকাকে তুমি একটুও
ভালোবেসে থাকো,
যদি তুমি মুক্তিযুদ্ধের মুসলিম বীরের সন্তান
হয়ে থাকো,
যদি তুমি নতুন প্রজন্মের
মুক্তিযোদ্ধা হয়ে থাকো,
যদি তুমি শেখ মুজিব, জিয়া, ভাসানীর
অনুসারী হয়ে থাকো,
যদি তুমি কোন এক ধর্মের অনুসারী হয়ে থাকো,
যদি তুমি শয়তানকে নিজের ঈশ্বর
না ভেবে থাকো,
যদি তুমি সত্যই যুদ্ধাপরাধের বিচার
চেয়ে থাকো,
তাহলে দাঁড়াও!
এইখানে!!
এই মঞ্চে!!!
যেখানে রাজনীতির কোন অশুভ চক্র নেই!
যেখানে বিদেশী প্রভুদের টাকার ছড়াছড়ি নেই!
যেখানে অন্যের মাথায় কাঠাল ভাঙার
রাজনীতি নেই!
যেখানে নারী-পুরুষের অশ্লীল
বেলেল্লাপনা নেই!
যেখানে রাতের বেলায় ছেলে মেয়ের অবাধ
মদ্যপান নেই!
যেখানে তরুণ প্রজন্মের আবেগের ভুল ব্যবহার
নেই!
যেখানে নাস্তিক মুরতাদদের স্বার্থসিদ্ধির
নেতৃত্ব নেই!
যেখানে একঝাঁক জানোয়ারের চিৎকার
চেঁচামেচি নেই!
যেখানে বাপ্পাদিত্য, আসিফ, রাজীবদের কোন
হাত নেই!
যেখানে বাম রাজনীতির কোন স্বার্থসিদ্ধি নেই!
যেখানে সরকারী কোন জোর জবরদস্তি নেই!
যেখানে রাজনৈতিক কোন পক্ষপাতিত্ব নেই!
যেখানে মিডিয়ার কোন ভূমিকা নেই!
যেখানে আন্দোলনের কোন ফান্ড নেই!
যেখানে স্বদেশ প্রেমের বিকল্প নেই!
এমন নিরপেক্ষ মঞ্চ থেকে
এ দেশের সকল নাগরিক- ছাত্র, শিক্ষক,
সাংবাদিক, লেখক, গবেষক, সাহিত্যিক,
বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী,
কেরানী, দিনমজুর, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ ও
নতুন প্রজন্ম হিন্দু-মুসলিম সকলেই
হাত তোলো, কণ্ঠ মেলাও, দৃপ্ত
কণ্ঠে একসাথে বলো!
আমরা যারা নিজেদের মাথায় বিদেশের কাঁঠাল
ভাঙতে দেই না,
আমরা যারা যুদ্ধাপরাধ ও
রাজনীতিকে একসাথে হতে দেই না,
আমরা যারা ধর্মের
বিরুদ্ধে কুৎসা রটনা মেনে নেই না,
আমরা যারা রাসূলের সা. বিরুদ্ধে গালি গালাজ
সহ্য করি না,
আমরা এ দেশের সকল যুদ্ধাপরাধী,
মানবতাবিরোধী, অতীত ও বর্তমানের সকল
স্বৈরশাসক, বিশেষত ধর্ম বিদ্বেষী নাস্তিক
মুরতাদ বাপ্পাদিত্য, আসিফ ও রাজীবদের
ফাঁসি চাই!
ফাঁসি চাই!!
ফাঁসি চাই!!!
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন