আজরাইলের(আঃ) হাতছানি !!ইহুদি মুখ লুকাইয়া হাসতাছে! জলদি কইরা কন,কসম কইরা কন,আপনি কি মুসলমান?
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ১৫ মার্চ, ২০১৩, ০৭:২২:০৬ সকাল
আমরা কুরান পড়ি,কিন্তু কুরানের আইন মানি না।আমরা নামাজ পড়ি না ঠিকমত, আজানের ধ্বনি আমাদের কর্মে বিরতি আনেনা। আমরা রোজাও রাখিনা কিন্তু ইফতার খাই এটা আমাদের সংস্কৃতি! আমরা পর্দা করিনা আধুনিক যুগের সাথে নাকি পর্দা বেমানান! আমরা সুদী ব্যাংকের সাথে লেনদেন করি। মাঝে মাঝে বিশেষ দিনে আমরা মজা করে মদ ও খাই। আমরা চোখের সামনে ঘটে যাওয়া কোন অন্যায়ের প্রতিবাদ করিনা। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হলে আমদের ভেতরে জিহাদের চেতনা জাগ্রত হয়না।সবার প্রিয় রাসুল (সঃ) কে নাস্তিকরা গালি দিল আর আমরা ওদেরকে বলি তরুন প্রজন্ম। তারপরেও আমরা চিত্কার করে নিজেকে একজন মুসলিম হিসাবে দাবী করি, নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে গর্ব বোধ করি!.
আজ তারা (নাস্তিক) বলতেছে ইসলামি রাজনীতি বন্ধ করতে হবে। কাল বলবে দাড়ি - টুপি নিষিদ্ধ । মেয়েদের বোরখার উপরে এতো দিনে শুরু হয়েই গেছে বিধি বিধান দেয়া , যা কিছু স্কুল কলেজের দিতে তাকালে দেখা যায় । কয়েক দিন পর দেখা যাবে বোরখা নিষিদ্ধ করা হইছে । মুসলিমদের রাস্তায় গুলি করে মারা হচ্ছে । এমন করে আস্তে আস্তে ইসলাম কে ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে । যেমন আমরা কোরআন শরীফ কে গিলাব দিয়ে যত্ন সহকারে আলমারিতে রেখে দেই , ইসলামও একদিন এমন হয়ে যাবে ।
আজরাইলের(আঃ) হাতছানি !!ইহুদি মুখ লুকাইয়া হাসতাছে! জলদি কইরা কন,কসম কইরা কন,আপনি কি মুসলমান?
বিষয়: বিবিধ
১৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন