অত্যাচারীর ছলের অভাব হয়না।
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৫:৫৬ রাত
একদা এক জঙ্গলে ঝরনার ধারে শুয়ে ঝিমুচ্ছিল একটা নেকড়ে হঠাৎ মৃদু শব্দে জেগে উঠল সে। দেখল একটা ভেড়াশাবক পানি পান করছে। নেকড়ে মনে মনে ভাবল, যাক রাতের খাবার পেয়ে গেলাম এখন এই ভেড়াশাবকের একটা দোষ খুজে পেলেই হয়। তখন সে ভেড়াশাবককে ধমক দিয়ে বলল, এই তুই আমার খাবার পানি ঘোলা করছিস কেন?
ভেড়াশাবক কাচুমাচু করে বলল, হুজুর আমি কিভাবে আপনার পানি ঘোলা করলাম। আমি তো ঢালুতে আর আপনি উজানে?
নেকড়ে বলল, তাহলে গত বছর তুই আমাকে গালি দিয়েছিলি কেন? ভেড়াশাবক বলল, গতবছর আপনাকে গালি দিলাম কিভাবে গতবছর তো আমার জন্মই হয়নি?
তাহলে নিশ্চয়ই তোর বাপ গালি দিয়েছিল, তোর বাপ গালি দেয়া আর তুই গালি দেয়া তো একই কথা এই বলে নেকড়ে ভেড়াশাবকের উপর ঝাপিয়ে পড়ল। গল্পের
শিক্ষাঃ অত্যাচারীদের জন্য যেকোনো অযুহাতই যথেষ্ট।
বর্তমান রুপঃ এক দেশে ছিল এক ক্ষমতাধর রাজা সে তার মত দেশ শাসন করছিল। সেই দেশে ছিল এক বিখ্যাত আলেম একদা সে ইসলামী রাজনীতিতে যোগ দিল।
কিছুদিন পর রাজা তাকে বলল, এই, তুই রাসুল সাঃকে অপমান করলি কেন?
সেই আলেম বলল নাতো হুযুর আমিতো রাসুল সাঃ কে অপমান করিনি আমি তো তার আদর্শই প্রচার করছি তাকে অপমান করব কেন।
তাহলে ৪০ বছর আগে ২জন মানুষ খুনের আদেশ দিয়েছিলি কেন?
আলেম বলল না তো হুজুর আমিতো ৪০ বছর আগে রাজনীতিই করতাম না মানুষ খুনের আদেশ কিভাবে দেব কেন দেব। রাজা বলল, তাহলে তোর মত (হাত পা ওয়ালা) আরেক জন দিয়েছিল আর একই এলাকার লোক হিসেবে সে খুন করা আর তুই খুন করা একই তো কথা এই বলে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে দিল।
গল্পের শিক্ষাঃ অত্যাচারীর ছলের অভাব হয়না।
বিষয়: রাজনীতি
৯৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন