লেজ কাটা শিয়াল চায় সবার লেজ ফেলে দেই। শয়তান চায় তার দল ভারী হউক। আর র্নিলজ্জ বেসরম চা্য় সবাই লজ্জা হারিয়ে ফেলুক।

লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ২৭ মে, ২০১৩, ০৯:৪৭:৪৩ রাত

লেজ কাটা শিয়াল চায় সবার লেজ ফেলে দেই। শয়তান চায় তার দল ভারী হউক। আর র্নিলজ্জ বেসরম চা্য় সবাই লজ্জা হারিয়ে ফেলুক।.

লেজকাটা শিয়ালের গল্প সবাই জানেন। তার লেজ হারানোর পর সে সকল শিয়ালকে বুদ্ধি দিয়েছিল লেজ থাকলে শিয়াল দেখতে কুৎসিত হয়। লেজ কাটলেই তারা সুন্দর হবে। শয়তান যখন বেহেস্ত থেকে বিতাড়িত হলো। দোযখ যখন তার জন্য অবধারিত হলো, তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করল এমন ক্ষমতার যা দিয়ে সে মানুষকে জাহান্নামের সঙ্গী করতে পরে। সে তার দল ভারী করার অপচেষ্টায় আজও লিপ্ত। তেমনি সে মানুষ লজ্জা সরম হারিয়ে ফেলেছে সে তো তার পাশের মানুষকে ভাল থাকতে দিবেনা। তার চেষ্টাই থাকবে সবা্ই তার মত র্নিলজ্জ হয়ে তার দল ভারী করুক। আমাদের দেশের আওয়ামী মন্ত্রী(অবশ্যই আমাদের মন্ত্রী নয়) রাজিউদ্দিন রাজু চরিত্র সর্ম্পকে যা শুনলাম তাতে তার স্ত্রীর চরিত্র কেমন বুঝা যায়। এরা যে কিভাবে দিন অতিবাহিত করে তা দেশের জনগন ভালই বুঝে।তারা বেহায়পনা, বেলাল্লাপনা করে চরিত্র নষ্ট করেছে। তাই তাদের এখন কাজ একটাই সবার চরিত্র নষ্ট করার চেষ্টা করা। সে চেষ্টারই ফল হলো মন্ত্রী রাজিউদ্দিন রাজুর স্ত্রী কতৃক স্কুলের মেয়েদের ফুলহাতা কেটে দেওয়া। তাই আমাদের উচিত সমাজের এসব লেজকাটা শিয়ালদের শয়তানির বিরুদ্ধে রুখে দাড়ানো।.

বিষয়: বিবিধ

৩৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File