একই ছাদের নিচে স্বামী, স্ত্রী, তার প্রেমিক ও ২ সন্তান
লিখেছেন লিখেছেন বাংলার মেয়ে ০৭ মার্চ, ২০১৩, ০৫:০৮:৪০ বিকাল
বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৩মানবজমিন ডেস্ক: মারিয়া (৩৩), তার স্বামী পল (৩৭), তাদের দুই সন্তান লরা (১৬) ও অ্যামি (১২) এবং মারিয়ার নতুন প্রেমিক পিটার গ্রুম্যান (৩৬) একই ছাদের নিচে বসবাস করছেন। ইস্ট লন্ডনের বার্কিংয়ে বেশ সুখী জীবনযাপন করছে ব্যতিক্রমী এ পরিবারটি। এর আগে মারিয়া তার স্বামী-সন্তানকে ছেড়ে প্রেমিক পিটারের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু চলে যাওয়ার পর স্বামী ও সন্তানদের অনুপস্থিতি অনুভব করতে শুরু করেন তিনি। একই সঙ্গে মারিয়া এটাও জানতেন, পিটারকে ছাড়া তিনি বাঁচবেন না। তিনি বলেন, মানুষ মনে করতে পারে এটা অদ্ভুত ও অস্বাভাবিক। কিন্তু আমি দুই জনকেই ভালবাসি। তাদের মধ্য থেকে একজনকে বেছে নেয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি যখন পলকে ছেড়ে যাই আমার জীবনে এক বিরাট শূন্যতা তৈরি হয়। কিন্তু পিটারকে আর দেখতে না পাওয়ার চিন্তাও ছিল হৃদয় ভাঙার মতো। তাই দুই পুরুষের সঙ্গে বসবাসই ছিল একমাত্র পথ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। মারিয়া বলেন, যখন তার স্বামী ও তার প্রেমিক ভাল বন্ধু হয়ে গেলেন, তিনি সবাই মিলে একসঙ্গে থাকার পরামর্শ দিলেন। তারাও একমত হলেন। ৩ বছর একবার স্বামী ও আরেকবার প্রেমিকের কাছে যাওয়ার কষ্ট থেকে রেহাই পেলেন মারিয়া। পল বললেন, পিটার দারুণ মানুষ। প্রথমে মারিয়া আরেক জনকে ভালবাসায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু পিটারকে জানার পর আমি বুঝলাম আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। আমরা দু’জনেই মাছ ধরতে ভালবাসি। পিটার বললেন, আমাদের মধ্যে কোন ঈর্ষার সম্পর্ক নেই। আমরা একটি টিমের মতো। পিটার সোফায় ঘুমান। পল থাকেন ওপরের কক্ষে। মারিয়া তার বড় মেয়ের সঙ্গে একই ঘরে থাকেন। স্বামী ও প্রেমিক দুই জনের সঙ্গেই শারীরিক সম্পর্ক থাকলেও, মারিয়া বলেন তারা তিনজন কখনই এক বিছানায় রাত কাটান না।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন