লা ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ, আল্লাহু আকবর

লিখেছেন লিখেছেন বাংলার মেয়ে ০৬ এপ্রিল, ২০১৩, ১০:৪৬:০৫ সকাল



সাবাস হেফাজতে ইসলাম, সাবাস বাঙ্গালী। ঢাকা শহর আজ মিছিলের নগরী। যে দিকে দুচোখ যায় সে দিকেই দেখি শুধু টুপি ওয়ালাদের জয় জয়কার। আল্লাহ প্রেমী এবং নবী প্রেমীদের আল্লাহু আকবর শ্লোগানে ঢাকার আকাশ বাতাস আজ প্রকম্পিত। জালিম শাসকের সিংহাসন কেপে উঠবছ এই আওয়াজে। আমাদের রক্ত মুসলিমের রক্ত, আমাদের রক্ত ইসলামের রক্ত। ইসলাম এবং মুসলিমদের হেয় করে কোন জালিম শাসক বাংলার মাটিতে থাকতে পারবেনা।

আওয়ামী সরকারকে বলছি এখন ও সময় আছে নাস্তিকদের বেড়াজাল ছিন্ন করে ইসলামের পথে আসুন। জনগনের সাপোর্ট পাবেন। নাস্তিকদের ২০/৫০ টা ভোটের জন্য পুরো জাতির বিরূদ্ধে অস্ত্র ধরে লাভ নেই। যদি আপনারা সেই সত্যটা বুজতে না পারেন তবে আপনাদের ষড়যন্ত্রে আপনারাই পতিত হবেন।

বিষয়: বিবিধ

২০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File