আমির হামজার মিছিলে সিলেটের শাহজালালের র: উত্তরসূরী শহীদ আলী আসগর খান রাহাত

লিখেছেন লিখেছেন নীলে ভরা আকাশ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৫:৫৫ রাত



এশার নামাজের পর শুনলাম শহীদ রাহাত ভাইয়ের কফিন তার গ্রামেরবাড়ী শহরতলী দক্ষিণ সুরমা উপজেলার কায়স্তরাইল গ্রামে এসেছে। শুনে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। মোটর সাইকেলে চড়ে চলে গেলাম তাঁর বাড়ীতে, আগে কখনো যাইনি তারপর ও যাকে বলি রাহাত ভাইয়ের বাড়ী কোথায় সবাই দেখিয়ে দেয়। চারিদিকে এক সুপরিচিত নাম রাহাত খান।

বাড়ীতে পৌছার পর দেখলাম শহীদ রাহাত ভাইয়ের প্রিয় সাথীরা তাকে ঘিরে রেখেছে। সাথে এলাকার সকল মানুষ ছুটে এসেছে তাকে একনজর দেখার জন্য। সদা হাস্যময়ী, সদালাপী এক মিশুক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শহীদ রাহাত ভাই। একে একে সবাই কফিন দেখছিলেন আর পাশ দিয়ে যাচ্ছিলেন অশ্রুসিক্ত নয়নে। লেখাটি অসম্পূণ

আগামী কাল শহীদ রাহাত ভাইয়ের জানাযা নামাজ সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাটে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সকলের দাওয়াত রইলো....

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File