ধন্যবাদ মডু সাহেব!!!!!!! আমি লগইন করতে পেরেছি..................

লিখেছেন লিখেছেন বলতে চাইনা তবুও বলি ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৭:০৫ রাত

অবশেষে লগইন করতে পারায় খুব ভালো লাগছে। সকলের জ্ঞাতার্থে বিষয়টি শেয়ার করছি। আশা করি সবার সমস্যা সামাধান হয়ে যাবে....

সকাল থেকেই নিচের ছবির মতো পেজ দেখতে পাচ্ছিলাম...



পরে ফেসবুক থেকে স্টিকি পোস্টে মন্তব্য করি এবং মডুর কাছে মেইল পাঠাই....

আমার ইউজার নেম muktoo.

পাসওয়ার্ড-...............

আমি আমার পিসির সকল ব্রাউজারসহ মোবাইল থেকে লগইন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ( সম্পাদকের কাছে ছবি পাঠানো হয়েছে).

পরে লক্ষ করলাম.

আমার ব্লগ নাম লগইন অবস্থায় দেখাচ্ছে। যদিও তখনও আমাকে লগইন করতে দেওয়া হয়নি। ( সম্পাদকের কাছে ছবি পাঠানো হয়েছে).

আমার ধারনা এ সমস্যায় আছেন অনেক ব্লগাররা। এতে করে তারা পোস্ট দিতে পারছেন না, মন্তব্য করতে পারছেন না। আর এ কারনেই ১২০ জন ব্লগার অনলাইনে থাকার পরও জাতীয় গুরুত্বপূর্ণ একটি স্টিকিকৃত পোস্টে (এর আগে) ৫০টির বেশি মন্তব্য হয়নি।এই স্টিকি পোস্টেও মাত্র ১৬টি মন্তব্য।.

আমার বিষয়টি সামনে রেখে ব্লগারদের লগইনের এই সমস্যা অতি দ্রুত সামাধানের জন্য অনুরোধ করছি।.

বি:দ্র: মেইলের জবাব না পা্ওয়ায় এবং সমস্যা সামাধান না হওয়ায় এই স্টিকি পোস্টে ফেসবুক থেকে কমেন্ট করলাম।.


কারন আমাকে তখনও লগইন দেখাচ্ছিল....

যদি কেউ একই সমস্যায় পড়ে থাকেন, তাহলে মডু মহদয়কে জানান ()। আশা করা যায় তারা সমস্যার সামাধান করে দিবেন।

মডু মহাদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ:

১. সমস্যাটি সামাধানে দ্রুত পদক্ষেপ নিন

২. সাইটটির মান উন্নয়নের জন্য নতুন ফিচার অন্তর্ভুক্ত করুন

৩. পুরনো ফিচার গুলোর ত্রুটি দুর করুন

৪. সর্বপরি, মডু হিসেবে লগইন না থেকে একজন ইউজার অথবা বিজিটর হিসেবে ব্লগটি ভিজিট করে সমস্যাগুলো পরখ করে দেখুন। এক্ষেত্রে, বিভিন্ন ব্রাউজার (পিসি, ম্যাক, লিনাক্স) এবং মোবাইল ব্রাউজার ব্যবহার করে পরখ করুন।

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File