শাহবাগের মজাই আলাদা।
লিখেছেন লিখেছেন জাহিনুর ০৪ মার্চ, ২০১৩, ০৩:৪৮:১৭ দুপুর
মাঃকিরে? ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস?
ছেলেঃমা, শাহবাগ যাবো।
মাঃবলিস কি! তোর না এসএসসি পরীক্ষা চলছে!
ছেলেঃসে জন্যই তো যাচ্ছি।
মাঃমানে কি?
--
--
--
--
--
--
--
--
--
--
¤ছেলেঃবুঝতে পারছো না! শাহবাগই এখন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ যায়গা। অন্য যায়গায় পুলিশ গুলি করে, এখানে পুলিশ আন্দুলুনকারী(!) দের প্রটেকশন দিচ্ছে। তাছাড়া, এখন ওইখানে নিরিবিলি পরিবেশ। ৫০ জনের বিশা- আ- আল সমাবেশে বসে পড়াশোণা করবো। মাঝে মাঝে টিভিতে নিজের চেহারা দেখাবো। পড়তে পড়তে টায়ার্ড হলে, বিনুদুনের জন্য চিয়ার লিডাররা তো আছেই।মজাই আলাদা!!
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন