সাতকানিয়ায় পুলিশের গুলিতে দুইজন নিহত, আহত ২০

লিখেছেন লিখেছেন জাহিনুর ০২ মার্চ, ২০১৩, ০১:২১:৪০ দুপুর

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর থেকে টানা তিনদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের তৃতীয় দিনে শনিবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্ঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ জন। শনিবার দুপুরে সাতকানিয়া হাসমত আলী সিকদারের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- শিবির কর্মী শহিদুল ইসলাম (২৫) এবং জামায়াত কর্মী আবু তাহের (৩৬)।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার পর শত শত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হলেও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকায় তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এ এলাকায় বিক্ষোভকারীরা সড়কের ওপর গাছের বড় বড় গুঁড়ি দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কড়া পুলিশ প্রহরা উপক্ষো করে সাতকানিয়া-লোহাগাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।

একাধিক সূত্র জানায়, সাতকানিয়া-লোহাগাড়ার বর্তমান পরিস্থিতি এখন আর জামায়াত নেতাদের হাতে নেই। এলাকার সাধারণ জনগণই সাঈদীর মুক্তির দাবিতে রাস্তায় নেমে গেছে। বিষয়টি স্বীকার করে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, “আল্লামা সাঈদী শুধু জামায়াত নেতা নন। তিনি দীর্ঘকাল থেকে কোরআনের তাফসির করেছেন। তার ওপর অবিচার দেখে ধর্মপ্রাণ জনতা রাস্তায় নেমে এসেছে। জনতার বিস্ফোরণ সরকার ঠেকাতে পারবে না। এই বিস্ফোরণেই সব অত্যাচার-নির্যাতনের উপযুক্ত জবাব পাবে সরকার।”

সাতকানিয়া সার্কেলের সহকারী পুশি সুপার রুহুল আমিন সিদ্দিকী বলেন, “বর্তমানে সাতকানিয়ায় ১৪ প্লাটুন পুলিশ, তিন প্লাটুন বিজিবি ও অর্ধশত র্যাব সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”

সূত্রঃ আমার দেশ।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File