তারা কি আমাদের কথা কখনো ভাবে?????!!!! আর আমরাও কি............?!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৭ আগস্ট, ২০১৪, ০৮:২৩:১০ রাত

তোমাদের চাওয়া-পাওয়া

তোমাদের অধিকার

তোমাদের প্রকৃত স্বাধীনতা

তোমাদের উপর জুলুমের বিচার

তোমাদের উপর অনাচার দূরীকরণ

তোমাদের অর্থনৈতিক অবস্থা স্ববল করা

তোমাদের ভবিষ্যত উজ্জল

তোমাদের .....

তোমাদের....

সবই করে দিব। তবে তোমরা আমার কথায় সংগ্রামে নেমে যাও। আমি তোমাদের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।

আমরাও তার কথায় ঘর হতে বেরিয়ে গিয়ে যা করার তা করলাম।

নিজের ক্ষতি করলাম।

জাতির ক্ষতি করলাম।

সমাজের ক্ষতি করলাম।

দেশের ক্ষতি করলাম।

স্বাধীনতার শিক্ষাকেও জলাঞ্জলি দিলাম।

অনেকেই বিলিয়ে দিলাম নিজের জান ও প্রাণকে।

এতে আমরা কি পেলাম?

আর যিনি আমাদেরকে আহ্বান করে এসি ঘরে বসে, নাকে তৈল দিয়ে ঘুমালেন, তিনি আমাদের কি দিলেন? এটা কি কখনো চিন্তা করে দেখেছি?

তিনি কিন্তু আমার, আমার জাতি, আমার দেশ ও স্বাধীনতার ক্ষতি করে হলেও তার স্বার্থকেই দেখছে।

আর আমি?

স্বাধীনা, দেশ, জাতি ও নিজের ক্ষতি করে তার আহ্বানকেই শুধু বড় করে দেখে পুরা জাতিটাকেই পঙ্গু করার কাজে ব্যস্ত।

কথাগুলি যদি সত্যি হয়ে থাকে:

তবে, কবে আমাদের ঘুম ভাংবে?

কবে আমরা নিজকে চিনতে পারব?

কবে আমার জাতিকে চিনতে পারব?

কবে আমার দেশকে চিনতে পারব?

কবে আমার স্বাধীনতাকে চিনতে পারব?

আর কবেই বা কানে হাত না দিয়েই চিলের পিছে দৌড়াতে থাকব?

তাই আসুন, নিজকে, জাতিকে, দেশকে ও স্বাধীনতাকে চিনি।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১৭১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255288
১৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৬
বুড়া মিয়া লিখেছেন : সবাই এখন নিজেকে চিনতে, জানতে, উন্নত করতে ছুটছে – জাতি, দেশ নিয়ে কবে ভাববে বলা যায় না!
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৪
199053
প্রিন্সিপাল লিখেছেন : জাতি, দেশ ও স্বাধীনা নিয়ে না ভাবলে তো নিজ বিলিন হয়ে যাবে।

অনেক ধন্যবাদ আপনাকে।
255296
১৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের কথা নিজেদেরকেই ভাবতে হবে আগে।
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
199068
প্রিন্সিপাল লিখেছেন : কথা ঠিকই। তবে আমরা কি তা ভেবে দেখি? এখানেই পশ্নটি।

আপনাকে অনেক ধন্যবাদ।
255523
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৯
নূর আল আমিন লিখেছেন : ||
ভাল্লাক্সে
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৮
199180
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ আনপাকে।
258904
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
আমি মুসাফির লিখেছেন : আমি আশা করি আপনার এই আহবানকেই সামনে রেখে মুসলমানরা তাদের সম্বিত ফিরে পাক যেন তাদের সুপ্ত অবস্থার পারিবর্তন হয়ে সজাগ াবস্থায় ফিরে আসুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File