এমন মনিব কোথায় পাব?????!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩২:৪২ সন্ধ্যা
একদা আবু যার গিফারী (রাঃ) ও তার খাদেমের পড়নে একই ধরনের পোশাক দেখে জিজ্ঞেস করা হল: আপনার ও খাদমের গায়ে একই পোশাক কেন?
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: খাদেমরাও তোমাদের ভাই, আল্লাহ তায়ালা তাদেরকে তোমাদের অধিনস্ত করে দিয়েছেন।অতএব, তোমরা যা খাবে, তাদেরকেও তাই খাওয়াবে, আর তোমরা যা পরিধান করবে, তাদেরকেও তাই পরিধান করাবে।
রাসূল (সাঃ) এর সেই বানীকে বাস্তবায়নের জন্যই আমি ও আমার খাদেম একই ধরণের পোশাক পরিধান করি।
হাদীসটি (বুখারী ও মুসলিমে) বর্ণিত হয়েছে।
আল্লাহ তায়ালা আমাদেরকে তার নবী (সাঃ) এর আদর্শে আদর্শীত হওয়ার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ এর মাঝে রয়েছে অতি উত্তম নমূন।)
লিখে যান...
এগিয়ে চলুন...
অনেক ধন্যবাদ ভাইকে।
আমরা যেন কথায়, কাজে ও প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শকে বাস্তবায়ন করতে পারি। আমীন
অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
সেই সাম্যের বানী প্রচার ও প্রসার করার তাওফীক কামনা করি আল্লাহ তায়ালার নিকট।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন