আমাদের সমাজের কিছু কুসংস্কার যা পরিহার করা একান্ত প্রয়োজন (দ্বিতীয় পর্ব)
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৯ জানুয়ারি, ২০১৪, ১০:৪৬:১০ রাত
দ্বিতীয় পর্ব
২১) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে।
২২) ঘরের চৌকাঠে বসা যাবে না।
২৩) মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে। তার হাতের কিছু খাওয়া যাবে না।
২৪) বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে।
২৫) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। তাতে চেহরা নষ্ট হয়ে যাবে।
২৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।
২৭) নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে।
২৮) নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাইতে নাই।
২৯) বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে।
৩০) আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোন দিন বিবাহ হবে না।
৩১) খানার পর যদি কেউ গা মোচড় দেয়, তবে বলা হয় খানা না কি কুকুরের পেটে চলে যায়।
৩২) রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই।
৩৩) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই।
৩৪) খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়। না হলে ঘরে বিপদ আসে।
৩৫) গোছলের পর শরীরে তেল মাখার পূর্বে কোন কিছু খেতে নেই।
৩৬) মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে না।
৩৭) পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে।
৩৮) কোন ব্যক্তি বাড়ি হতে বাহির হলে যদি তার সামনে খালি কলস পড়ে যায় বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে তখন সে যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার যাত্রা আজ শুভ হবে না।
৩৯) ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে।
৪০) রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেয়া যাবে না।
আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার কৃসংস্কার থেকে বাচার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
২০৫০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার কৃসংস্কার থেকে বাচার তাওফীক দান করুন। আমীন
সমাজ থেকে বিদায় করা দরকার
অনেক ধন্যবাদ।
ধৈর্যসহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাবী বাড়ীতে না আসা পর্যন্ত আপনার বাড়ীতে কোন প্রকার নিমন্ত্রণ গ্রহণ করছি না।
আমি চাই না, ভালাম্মা এ বয়সে কষ্ট করুক।
ভাই বাড়ীতে আসলে সপ্তাহে একবার করে নিমন্ত্রণ গ্রহণ করব।
আল্লাহ তায়ালা আপনাকে আপানার মনের মত ধার্মিক ভাবীর ব্যবস্থা করে দিন। আমীন
টাকার বিষয়টা নিয়ে আমি দুষ্টামি করি"ডান হাতে আসে বাম হাতে যায়না "
মন্তব্য করতে লগইন করুন