রাতে কি কিছু ঘটতে যাচ্ছে?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৪ জানুয়ারি, ২০১৪, ১০:০৩:৩৭ রাত
আগামী কাল যে ভোট হতে যাচ্ছে, তা ঘিরে সবার মনের অনেক প্রশ্ন উদয় হচ্ছে এবং তা যেন মনের অগোচরেই আরো অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
# কি হতে যাচ্ছে আগামী কাল?
# আসলেই কি ভোট হবে?
# ভোট হলে তা কি গ্রহণীয় হবে?
# কেন্দ্রগুলি কি নিরাপত্তার চাদরে আবৃত করা সম্ভব হবে?
# ভোট কেন্দ্রিক সংঘাত কতদূর সম্প্রসার হতে পারে?
# জনগণের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে, তার সদোত্তর কি কারো কাছে আছে? স্বাধীন দেশে তারা কেন আতঙ্কের মাঝে দিনাতিপাত করবে?
# আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেব, এর বাস্তায়ক কি জনগণ করতে পারছে?
# ভোটাধিকারের পক্ষের শক্তি কারা, যারা ভোট দিবে বাধা দিচ্ছে তারা, নাকি যারা ভোট দেয়ার জন্য উৎসাহিত করছে তারা?
# অনেকে আবার প্রশ্ন করছে, ভোট কেন দিতে হবে, অর্ধে
কের বেশী আসন তো পেয়েই গেছে, সরকার গঠনে তো আর বাধা নেই, সরকার গঠন করলেই পারে, আগামী কাল সংঘাতপূর্ণ ভোট ব্যবস্থার মাধ্যমে জনগণকে কেন ঠেলে দেয়া হচ্ছে?
# অনেকে আবার অপেক্ষায় আছে, আজ রাতের মাঝে হয়ত কিছু একটা হতে যাচ্ছে। যার মাধ্যমে দেশ ও জনগণ এক মহা সংকট ও সংঘাত হতে বেচে যেতে পারে। তা না হলে পরিস্থিতি যে কত ভয়বহ হতে পারে, তা আল্লাহ তায়ালা ছাড়া কেই জানে না।
আমরা আল্লাহ তায়ালা সমীপে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশ ও জাতিকে সংঘাত হতে বাচান এবং আমাদের জাতিকে শান্তিতে বসবাস করার তাওফীক দান করুন। আমীন
বিষয়: বিবিধ
২০০১ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
২০০১ এ আমার আম্মারও এরকম অবস্থা হয়েছিল ।
অনেকদিন পর দেখা গেলো মনে হয় আপনাকে...
তা কি অবস্থা? ভালো তো?
আল্লাহর রহমতে ভালই আছি। ব্যস্ততার এবং সফরের কারণে অনেক দিন পর্যন্ত লিখা হয়নি। তবে অনেকের লিখা পড়তাম। তন্মধ্যে আপনার লিখাগুলি নিয়মিতই পড়তাম।
কেমনে সকাল হবে.....।
খুব মনে পড়ছে। ভালো লাগল।
মন্তব্য করতে লগইন করুন